মেসির জাদুকরী জোড়া গোলে দুর্দান্ত জয় নিয়ে এমএলএসে ফিরলো মায়ামি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১০:২৫:১৮
মেসির জাদুকরী জোড়া গোলে দুর্দান্ত জয় নিয়ে এমএলএসে ফিরলো মায়ামি

ক্লাব বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত প্রত্যাবর্তন করলো ইন্টার মায়ামি। শনিবার রাতে মায়ামির মাঠে মন্ট্রিয়ালের বিপক্ষে ৪-১ গোলের জয় এনে দিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, যিনি একাই করলেন দুটি অসাধারণ গোল এবং তৈরি করলেন আরও একটি।

মায়ামির জন্য এটি ছিল এক মাসের বেশি সময় পর প্রথম এমএলএস ম্যাচ। ক্লাব বিশ্বকাপে প্রথম রাউন্ড পার করলেও গত সপ্তাহে শেষ ষোলোয় প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে বিদায় নেয় দলটি। তবে সেই হতাশার কোনো ছায়া পড়তে দেননি মেসি। তার নেতৃত্বে পুরোদমে ঘুরে দাঁড়িয়েছে হাভিয়ের মাশ্চেরানোর দল, যারা পূর্ব কনফারেন্সে বর্তমানে ষষ্ঠ স্থানে আছে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে।

ম্যাচের শুরুটা অবশ্য ছিল হতাশাজনক। দ্বিতীয় মিনিটেই মেসির একটি ভুল ব্যাকপাস মন্ট্রিয়ালের প্রিন্স ওউসুর পায়ে চলে যায়, যিনি নিখুঁত শটে গোলকিপার অস্কার উস্তারিকে পরাস্ত করে মন্ট্রিয়ালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

তবে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে বেশি সময় নেননি মেসি। ৩৩তম মিনিটে মাঠের মাঝামাঝি থেকে দৃষ্টিনন্দন পাসে তিনি বল বাড়ান তাদেও আয়েন্দেকে, যিনি গোলকিপার জোনাথন সিরিওসকে ছক্কা হাঁকিয়ে গোল করেন। ৪০তম মিনিটে মেসি নিজেই দেখালেন তার সিগনেচার ম্যাজিক—ডান দিক থেকে কেটে এসে প্রতিপক্ষ ডিফেন্ডার ফার্নান্দো আলভারেজকে ফাঁকি দিয়ে বাঁ পায়ের কার্লিং শটে বল পাঠান দূরের পোস্টে।

দ্বিতীয়ার্ধে মায়ামি আক্রমণের গতি আরও বাড়ায়। ৬০তম মিনিটে টেলাসকো সেগোভিয়া দূর থেকে নেওয়া শটে বল ক্রসবারে লেগে জালে ঢোকে, যা স্কোরলাইন দাঁড় করায় ৩-১। আর ৬২তম মিনিটে ফের মেসির ম্যাজিক। চারজন ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ এক একক দৌড়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এটি ছিল তার চতুর্দশ ম্যাচে দ্বাদশ গোল এবং শেষ চার ম্যাচে সপ্তম।

ম্যাচ শেষে ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, “লিও ফুটবল খেলতে পেরে খুশি। সে যখন ফিট থাকে, তখন তাকে থামানো কঠিন। আমরা জানি, সে মাঠে থাকলে আমাদের বাড়তি সুবিধা থাকে এবং আমরা সেটিকে পুরোপুরি কাজে লাগাতে চাই।”

এদিকে মায়ামির সামনে এখন অপেক্ষা করছে এক ব্যস্ত সূচি—চলতি জুলাই মাসের শেষ পর্যন্ত তাদের খেলতে হবে আরও পাঁচটি ম্যাচ।

-আলমগীর হোসেন, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ