খুলনায় বিএল কলেজে ‘৩২ নম্বর বাড়ি’ ঘিরে বিতর্কিত প্রশ্ন, পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ২২:০৯:৫৫
খুলনায় বিএল কলেজে ‘৩২ নম্বর বাড়ি’ ঘিরে বিতর্কিত প্রশ্ন, পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত

খুলনার ঐতিহ্যবাহী সরকারি বিএল কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় সমাজবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিতর্কিত বিষয়বস্তু ও প্রশ্ন কাঠামোর অসঙ্গতির কারণে পরীক্ষাটি বাতিল ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ।

বুধবার (২ জুলাই) অনুষ্ঠিত সমাজবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের লিখিত পরীক্ষায় প্রশ্নপত্রে ধারাবাহিকতা ও বিষয়গত অসামঞ্জস্য লক্ষ্য করা যায়। বিশেষ করে প্রশ্নপত্রের ৯ নম্বর অংশে ‘ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি’ প্রসঙ্গে সৃজনশীল প্রশ্নের ভাষা ও প্রাসঙ্গিকতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়।

প্রশ্নপত্রের একাংশে উল্লেখ ছিল: “জনাব রিয়াজ তার নাতনিকে নিয়ে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি পরিদর্শনে যান। সেখানে তিনি বলেন, এটি সেই প্রিয় নেতার ছবি, যিনি ১৯৬৬ সালে কিছু দাবি পেশ করেছিলেন...”—এই অংশের ওপর ভিত্তি করে চারটি সৃজনশীল প্রশ্ন করা হয়।

তবে প্রশ্নের ধারাবাহিকতা ও সাযুজ্য নিয়ে আপত্তি ওঠে। শিক্ষকদের একাংশের মতে, এমন প্রশ্ন শিক্ষার্থীদের বিভ্রান্ত করে এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও বিতর্ক সৃষ্টি করতে পারে।

পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা পর বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ জহিরুল ইসলাম প্রশ্নপত্রের অসঙ্গতি লক্ষ্য করেন। তিনি জানান, “প্রথমে এমসিকিউ অংশ শেষ হলে লিখিত প্রশ্নপত্র হাতে পাই। সেখানে দেখি প্রশ্নের ক্রম এলোমেলো এবং কিছু প্রশ্ন বিতর্কিত। অধ্যক্ষকে জানালে সঙ্গে সঙ্গেই পরীক্ষা স্থগিত করা হয় এবং পরে তা বাতিল ঘোষণা করা হয়।”

বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ হুমায়ুন কবির বলেন, “শুধু ৯ নম্বর নয়, ৪, ৭ ও ১১ নম্বর প্রশ্নেও ত্রুটি ছিল। এমন ভুল প্রশ্ন আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। বিএল কলেজের প্রশ্নপত্র অনেক কলেজ অনুসরণ করে, টেস্ট পেপারেও ছাপা হয়।”

ঘটনার পরপরই সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিত্য রঞ্জন সরকারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। পাশাপাশি ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আবু তালেককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিষয়টি জানতে চেয়ে শিক্ষক নিত্য রঞ্জনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ