অংশগ্রহণমূলক নির্বাচনে অস্ট্রেলিয়ার সহায়তা অব্যাহত থাকবে: আমীর খসরু

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ২০:৪৯:০৪
অংশগ্রহণমূলক নির্বাচনে অস্ট্রেলিয়ার সহায়তা অব্যাহত থাকবে: আমীর খসরু

দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে অবিলম্বে একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁর মতে, “দ্রুত নির্বাচনের দিকে যাওয়া দেশের স্বার্থে অপরিহার্য।”

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচন কমিশনের প্রস্তুতি, আন্তর্জাতিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ার ভূমিকাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আমীর খসরু বলেন, “অস্ট্রেলিয়া বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। তারা ইতোমধ্যে নির্বাচন কমিশনকে সহায়তা দিয়ে যাচ্ছে এবং এই সহায়তা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়া কোনো শঙ্কা প্রকাশ করেনি। জনগণ ভোটাধিকার প্রয়োগে আগ্রহী। রাজনৈতিক দল ও ভোটাররা একটি সুশৃঙ্খল পরিবেশ আশা করে।”

দ্বিপাক্ষিক আলোচনা প্রসঙ্গে বিএনপির এই নেতা জানান, দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন, সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র এবং অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, “এই বৈঠক ছিল সৌহার্দ্যপূর্ণ এবং ভবিষ্যতের অংশীদারিত্ব ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ।”

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ