৪৫তম বিসিএস: আরও ৪৫২ জনের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ২০:০৩:০৮
৪৫তম বিসিএস: আরও ৪৫২ জনের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এক আপডেটে ৪৫তম বিসিএস পরীক্ষার দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন করে আরও ৪৫২ জন প্রার্থীর সাক্ষাৎকারের তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আরফীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ইতোমধ্যে লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণদের মধ্যে সাধারণ ক্যাডারে ২০৬ জন, সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারে ১৮১ জন এবং শুধুমাত্র কারিগরি বা পেশাগত ক্যাডারে ৬৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে নির্ধারিত তারিখ অনুযায়ী। সংশ্লিষ্টরা কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) থেকে সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা সংগ্রহ করতে পারবেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের যথাসময়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যৌক্তিক কারণে সময়সূচিতে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। ফলে প্রার্থীদের নিয়মিত ওয়েবসাইট পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে গত ২৫ জুন প্রথম ধাপে ৫৮৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করে পিএসসি। সেই অনুযায়ী ৮ জুলাই থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। পর্যায়ক্রমে অন্যান্য উত্তীর্ণ প্রার্থীদের সূচিও প্রকাশ করা হবে বলে জানা গেছে।

চাকরিপ্রার্থীদের মধ্যে এ বিজ্ঞপ্তিকে স্বাগত জানানো হয়েছে। অনেকেই বলছেন, সময়মতো মৌখিক পরীক্ষার সূচি জানানো হলে প্রস্তুতি গ্রহণ সহজ হয়। তবে তাদের অনেকে সময়সূচির সাথে প্রয়োজনীয় কাগজপত্র, স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকা ও অন্যান্য দিক নির্দেশনার বিষয়ে আরও স্পষ্ট নির্দেশনার প্রত্যাশা করছেন।

পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। এরপর চূড়ান্তভাবে উত্তীর্ণদের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ