সপ্তাহের শেষ দিনে যেসব শেয়ারে প্রবল সাড়া

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ১৮:৩৩:১৫
সপ্তাহের শেষ দিনে যেসব শেয়ারে প্রবল সাড়া

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৩ জুলাই) দেশের দুই শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে ইতিবাচক ধারায়। দিনটিতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স ২৮.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৮৯৪.০৬ পয়েন্টে। এই সূচক বৃদ্ধির পেছনে মূল অবদান ছিল তালিকাভুক্ত ৯টি ব্যাংকের শেয়ার, যারা সম্মিলিতভাবে সূচকে ২৯ পয়েন্টেরও বেশি যোগ করেছে। লংকাবাংলা সিকিউরিটিজের এক পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার সূচক বৃদ্ধির সবচেয়ে বড় অবদান রেখেছে ব্র্যাক ব্যাংক, একাই ১০ পয়েন্ট যোগ করেছে সূচকে। তবে ব্যাংকটির শেয়ারের দর সেভাবে ওঠানামা করেনি দিনজুড়ে ৬ টাকা ৩০ পয়সা থেকে ৬ টাকা ৫০ পয়সার মধ্যে লেনদেন হয়েছে; সর্বশেষ মূল্য ছিল ৬ টাকা ৪০ পয়সা।

ইসলামী ব্যাংক সূচকে দ্বিতীয় সর্বোচ্চ ৬.৯২ পয়েন্ট যুক্ত করেছে। এদিন ব্যাংকটির শেয়ারদর ২.৮০ শতাংশ বা ১ টাকা ২০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৪৪ টাকা ১০ পয়সায়, যা দিনজুড়ে ৪১.৫০ থেকে ৪৪.৮০ টাকার মধ্যে উঠানামা করেছে।

তৃতীয় অবস্থানে থাকা প্রাইম ব্যাংক সূচকে ৩.৫৯ পয়েন্ট যোগ করেছে। ব্যাংকটির শেয়ারদর ৬.০৬ শতাংশ বা ১ টাকা ১০ পয়সা বেড়ে দাঁড়ায় ২৪ টাকা ৫০ পয়সায়। অন্যান্য ব্যাংকের মধ্যে ইস্টার্ন ব্যাংক ২.৭৪ পয়েন্ট, সিটি ব্যাংক ২.২৮ পয়েন্ট, পূর্ণালী ব্যাংক ১.৬২ পয়েন্ট, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) ১.০৮ পয়েন্ট এবং ওয়ান ব্যাংক ১.০৬ পয়েন্ট সূচকে অবদান রাখে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের নিম্নমুখী প্রবণতার পর বিনিয়োগকারীরা ব্যাংকিং খাতকে আবারও সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচনা করছেন। এছাড়া ব্যাংকগুলোর সাম্প্রতিক আর্থিক প্রতিবেদন, ডিভিডেন্ড ইঙ্গিত ও কিছু ইতিবাচক নীতিগত পদক্ষেপও এ খাতে নতুন আগ্রহ তৈরি করেছে। বাজারের এই প্রবণতা ধারা অব্যাহত থাকলে শেয়ারবাজারে আস্থা ফিরে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ