উপস্থাপনা ছেড়ে নাটকের কেন্দ্রবিন্দুতে—মাহার অভিষেক

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ১৮:০৬:৫৩
উপস্থাপনা ছেড়ে নাটকের কেন্দ্রবিন্দুতে—মাহার অভিষেক

টিভি পর্দায় বাংলাদেশ-ভুটান কিংবা সিঙ্গাপুর ম্যাচের উপস্থাপনায় যাঁকে দেখে অভ্যস্ত, সেই মাহমুদা মাহা এবার আসছেন একেবারে ভিন্ন রূপে। প্রথমবারের মতো নাটকের প্রধান চরিত্রে দেখা যাবে এই পরিচিত মুখকে।

‘শয়তানের নিঃশ্বাস’ শিরোনামের নাটকে মাহার বিপরীতে অভিনয় করেছেন আবু হুরাইরা তানভীর। নাটকটি নির্মাণ করেছেন শাব্দিক শাহীন এবং এটি শিগগিরই একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।

কালের কণ্ঠের সঙ্গে এক আলাপে মাহা বলেন, “২০১৬ সাল থেকে শোবিজে কাজ করছি। উপস্থাপক হিসেবেই সবাই আমাকে চেনেন। পেশাদার উপস্থাপনার সূচনা ছিল স্টেজ শো আর বিতর্ক উৎসব দিয়ে। এরপর টেলিভিশন উপস্থাপনায় যুক্ত হই।”

তবে এবার পুরোপুরি অভিনয়ের পথে পা বাড়াচ্ছেন মাহা। বলেন, “যদিও ছোটখাটো কিছু চরিত্রে আগে কাজ করেছি, কিন্তু এবারই প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করেছি। দারুণ অভিজ্ঞতা হয়েছে। এখন থেকে ভালো চিত্রনাট্য পেলে নিয়মিত নাটকে কাজ করতে চাই। সে ক্ষেত্রে উপস্থাপনায় কিছুটা ছেদ পড়বে।”

জানা যায়, মাহা ইতিমধ্যে অনিমেষ আইচ পরিচালিত দুটি নাটকে, বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রেও কাজ করেছেন। এবার নাটক জগতে নিয়মিত উপস্থিতি জানান দিচ্ছেন এই প্রতিভাবান উপস্থাপক।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ