পাবনায় যুবদলের নতুন কমিটি নিয়ে তীব্র ক্ষোভ—পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিলে উত্তাল শহর

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ১৬:২৯:৪৮
পাবনায় যুবদলের নতুন কমিটি নিয়ে তীব্র ক্ষোভ—পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিলে উত্তাল শহর

পাবনায় জেলা যুবদলের সদ্যঘোষিত পূর্ণাঙ্গ কমিটির বিরুদ্ধে ফুঁসে উঠেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। বুধবার (২ জুলাই) দুপুরে শহরের মহিষের ডিপু এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা, যা প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।

প্রতিবাদ সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত তিন বছর ধরে দুই সদস্যের আহ্বায়ক কমিটি দিয়ে চলছে পাবনা জেলা যুবদল। অথচ তিন বছর পর সেই পুরনো ধাঁচেই নতুন পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে, যেখানে ত্যাগী নেতাদের উপেক্ষা করা হয়েছে।”

বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, যুবনেতা বাহার, নাদিম হাইদার, সাকিবুল হক সাকিব ও যুবদল নেতা বাপ্পি প্রমুখ।

নেতারা অভিযোগ করেন, এই কমিটি মূলত ত্যাগী ও মাঠের নেতাদের বাদ দিয়ে ‘মনোনীত’ কয়েকজন দিয়ে গঠিত হয়েছে। তাদের মতে, আন্দোলন-সংগ্রামের সৈনিকদের ছেঁটে ফেলে কাগুজে নেতাদের জায়গা দেওয়া হয়েছে।

তারা জানান, অবিলম্বে এ কমিটি বাতিল করে নতুন করে সম্মেলনের মাধ্যমে ত্যাগী নেতাদের নিয়ে একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানানো হচ্ছে। অন্যথায়, দলীয় শৃঙ্খলা বজায় রেখে আন্দোলনের ডাক দেওয়া হবে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ