❝তুরস্কে ধর্ম অবমাননার অভিযোগে উত্তাল ইস্তাম্বুল, কার্টুনিস্টসহ গ্রেফতার ৫❞

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ২২:০৫:৪৪
❝তুরস্কে ধর্ম অবমাননার অভিযোগে উত্তাল ইস্তাম্বুল, কার্টুনিস্টসহ গ্রেফতার ৫❞

ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.)-কে ঘিরে ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে তুরস্কের ইস্তাম্বুলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিতর্কিত কার্টুন ছাপানোর দায়ে ফরাসি-তুর্কি ব্যঙ্গাত্মক সাময়িকী ‘লে মান’-এর প্রধান সম্পাদকসহ চার কার্টুনিস্টকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, এটি ধর্মীয় অনুভূতির ওপর ‘জঘন্য উসকানি’।

সোমবার সন্ধ্যায় সাময়িকীটির সাংবাদিকদের যাতায়াতস্থলে বিক্ষুব্ধ জনতা হামলা চালালে সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। প্রায় ৩০০ জন বিক্ষোভকারীর অংশগ্রহণে ওই সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ইস্তাম্বুলের রাজপথ। মঙ্গলবার তাকসিম মসজিদ প্রাঙ্গণেও চলেছে ব্যাপক বিক্ষোভ।

লে মান-এর সম্পাদক তুনচাই আকগুন দাবি করেছেন, বিতর্কিত চিত্রটি নবী মুহাম্মদ (সা.)-কে নয়, বরং একজন মুসলিম শিশুর নাম ‘মুহাম্মদ’ ব্যবহার করে ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবে এ দাবিকে গুরুত্ব না দিয়ে তুর্কি সরকার ইতোমধ্যে আইনি তদন্ত শুরু করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া বলেন, "এই কার্টুন মতপ্রকাশের স্বাধীনতার চরম অপব্যবহার। জড়িতদের আইনের মুখোমুখি করা হবে।" প্রেসিডেন্টের মুখপাত্র ফাহরেত্তিন আলতুন এক বিবৃতিতে বলেন, "এই ব্যঙ্গচিত্র আমাদের বিশ্বাস ও মূল্যবোধের ওপর এক অপমানজনক আঘাত।"

২০১৫ সালে শার্লি হেবদোর পক্ষে অবস্থান নেওয়ার পর থেকেই লে মান রক্ষণশীলদের তীব্র সমালোচনার মুখে পড়ে। এবারের ঘটনায় তা আরও চরমে পৌঁছেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ