খালেদা জিয়ার দৃঢ় বার্তা: “নতুন বাংলাদেশ গড়ার এখনই সময়”

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ২১:০৩:৩০
খালেদা জিয়ার দৃঢ় বার্তা: “নতুন বাংলাদেশ গড়ার এখনই সময়”

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ (১ জুলাই) অনুষ্ঠিত হলো ঐতিহাসিক “জুলাই গণঅভ্যুত্থান ২০২৪”-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠান।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর ভার্চুয়ালি যুক্ত হয়ে তৎকালীন গণঅভ্যুত্থানের তাৎপর্য ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

খালেদা জিয়া তাঁর বক্তব্যে বলেন,

“রক্তস্নাত জুলাই-আগস্ট এক বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে। দীর্ঘ ১৬ বছর ধরে ফ্যাসিস্ট শাসন জনগণের কণ্ঠরোধ করে এসেছে—নির্যাতন, গ্রেপ্তার, হত্যা, গুম—সবই ছিল গণতন্ত্র ধ্বংসের অংশ। কিন্তু ছাত্র-জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ফ্যাসিবাদের পতন ঘটেছে। এখন সময় এসেছে নতুন করে বাংলাদেশ গড়ার।”

এক বছর আগে ছাত্র-জনতার শক্তিতে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থান যেমন একটি দমনমূলক শাসনের পতন ঘটিয়েছে, আজকের আলোচনা সভা সেই বিজয়ের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করলো। নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় সকল শহীদ ও আহতদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে জাতীয় পুনর্গঠনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপির শীর্ষ নেতারা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ