যুদ্ধবিরতির সম্ভাবনা, ওয়াশিংটনে মুখোমুখি ট্রাম্প-নেতানিয়াহু

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ২০:৩৩:২৩
যুদ্ধবিরতির সম্ভাবনা, ওয়াশিংটনে মুখোমুখি ট্রাম্প-নেতানিয়াহু

গাজা উপত্যকায় চলমান সহিংসতা বন্ধে আগামী সপ্তাহেই যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার উদ্দেশে হোয়াইট হাউস ত্যাগের আগে মঙ্গলবার (১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, “আমরা আশাবাদী যে একটি যুদ্ধবিরতি হবে এবং এটি আগামী সপ্তাহের যেকোনো সময় কার্যকর হতে পারে।”

এই সময় তিনি আরও জানান, আগামী সপ্তাহে তিনি ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। আলোচনার বিষয়বস্তু হবে গাজা ও ইরানের সাম্প্রতিক পরিস্থিতি।

ট্রাম্প বলেন, “নেতানিয়াহু এখানে আসছেন। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব—ইরানে আমাদের বড় অর্জন, গাজায় সাম্প্রতিক উত্তেজনা এবং অন্যান্য কৌশলগত বিষয়।”

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুও নিশ্চিত করেছেন, তিনি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। মন্ত্রিসভার বৈঠকের আগে এক বিবৃতিতে তিনি বলেন, “আমার ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। তাছাড়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফসহ সিনেট ও কংগ্রেসের নেতাদের সঙ্গেও আলোচনা হবে।”

তিনি আরও জানান, “বাণিজ্য চুক্তি নিয়ে অগ্রগতি আনতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা লাগবে, পাশাপাশি নিরাপত্তা নিয়েও আলোচনা হবে। তবে কিছু বিষয় এখনই বলা যাচ্ছে না।”

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ