নকল হাতে পরীক্ষা কেন্দ্রে ঢুকতেই ধরা! ছাত্রদল নেতা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ২০:১৫:৫৮
নকল হাতে পরীক্ষা কেন্দ্রে ঢুকতেই ধরা! ছাত্রদল নেতা

টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে ছাত্রদল নেতা মৃদুল হাসানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষাকালীন সময় শাহজাহান সিরাজ কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটক মৃদুল কালিহাতী পৌরসভার সাতুটিয়া গ্রামের বাসিন্দা এবং ওই কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি একই কলেজ শাখার ছাত্রদলের সভাপতি হিসেবেও পরিচিত।

কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, “পরীক্ষার সময় কেন্দ্রের ভেতর তাকে প্রবেশ করতে দেখে নিরাপত্তাকর্মীদের নির্দেশ দিই তাকে আটক করতে। তার কাছে পাওয়া গেছে নকলের কাগজপত্র। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

থানা সূত্রে জানা গেছে, মৃদুল বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। লিখিত অভিযোগ পাওয়া মাত্র তার বিরুদ্ধে মামলা করা হবে।

এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারাও ঘটনার দায় নিচ্ছেন না। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো বলেন, “দলের নাম ভাঙিয়ে কেউ অন্যায় করলে বিএনপি তার দায় নেবে না। ইতোমধ্যে ওই ছাত্রদল নেতাকে শোকজ করা হয়েছে। দোষ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে।”

এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ