‘পুলিশ পরিচয়’ ফেসবুকে বন্ধ, রংপুর আরপিএমপি’র ব্যাখ্যা কী?

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ১৭:১৬:১৮
‘পুলিশ পরিচয়’ ফেসবুকে বন্ধ, রংপুর আরপিএমপি’র ব্যাখ্যা কী?

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আসল ‘পুলিশ পরিচয়’ ব্যবহার করার উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। সোমবার (৩০ জুন) বিকেলে রংপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এই নির্দেশনা দেন আরপিএমপি কমিশনার মো. মজিদ আলী।

কমিশনার মজিদ আলী সভায় বলেন, “কোনো পুলিশ সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘পুলিশ পরিচয়’ দেখিয়ে উপস্থিত থাকতে পারবেন না। এ বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।” তিনি আরও জানান, পুলিশ সদস্যদের অবশ্যই অনলাইন জিডি সিস্টেম সম্পর্কে পূর্ণ ধারণা থাকা উচিত, যাতে তারা জনগণকে আরও উন্নত, প্রযুক্তিনির্ভর ও কার্যকর সেবা দিতে পারেন।

সভায় কমিশনার পেশাদারিত্ব বজায় রাখা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও উৎকর্ষ সাধনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

সভা শুরুতেই কমিশনার সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আগের মাসের কল্যাণ সভায় উত্থাপিত সমস্যা ও তাদের সমাধান নিয়ে খোঁজখবর নেন। বিভিন্ন কর্মকর্তার কাছ থেকে সরাসরি সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা দেন।

বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা এই পদক্ষেপকে পুলিশের পেশাদারিত্ব, প্রযুক্তির যথাযথ ব্যবহার ও সাইবার নিরাপত্তা জোরদার করার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস হিসেবে দেখছেন।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ