জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে বাঁধনের আবেগঘন স্মৃতি

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ১৬:০৪:০৩
জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে বাঁধনের আবেগঘন স্মৃতি

দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অগ্রণী মুখ হিসেবে অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দীর্ঘদিন ধরেই তিনি সামাজিক ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কথা বলছেন, সেই সাহসিকতার পরিচয় দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময়ও। আর আজ, সেই আন্দোলনের বর্ষপূর্তিতে বাঁধন শেয়ার করলেন তার অনুভূতি ও সেই সময়ের স্মৃতিচারণ।

বাঁধন সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘জুলাই আন্দোলন আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যা আমাকে জনগণের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা দিয়েছিল। এটি ছিল এমন এক সিদ্ধান্ত, যা সহজ ছিল না, তবুও আমি বিশ্বাস করেছিলাম মানুষের অধিকার রক্ষার জন্য দাঁড়াতে হবে।’

তিনি আরো তুলে ধরেছেন, ‘আমরা এক হয়েছিলাম একটি এমন রাষ্ট্রের বিরুদ্ধে, যা নিজের নাগরিকদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করেছিল। নির্বিচারে গ্রেফতার ও প্রাণ হারিয়েছিল নির্দোষ মানুষ। ছোট্ট রিয়া মণির মতো শিশুদের জীবনও বাঁচানো যায়নি, যদিও তারা জানত না কেন তারা এমন শিকার হল।’

বাঁধন মনে করিয়ে দিয়েছেন, ‘সেই সময়ে আমাদের অধিকার ও দেশপ্রেমের জন্য এক হয়ে আমরা একটি নতুন স্বপ্ন দেখেছিলাম, যা আজও আমার হৃদয়ে জীবিত। সেই স্বপ্নে বিশ্বাস রেখে চলতে চাই।’

তাঁর এই আবেগঘন কথাগুলো দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অপরিসীম গুরুত্ব ও দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়।

বিনোদন প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ