‘সব বয়সী মানুষ রিংকির সঙ্গে কানেক্ট করে’—সাংভিকার পর্দার পেছনের গল্প

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ৩০ ২০:০১:৫৮
‘সব বয়সী মানুষ রিংকির সঙ্গে কানেক্ট করে’—সাংভিকার পর্দার পেছনের গল্প

নতুন মৌসুমে আরও প্রাণ ফিরে পেয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’, আর সেই উন্মাদনার কেন্দ্রে রয়েছেন এক নবীন মুখ—অভিনেত্রী পূজা সিং, যিনি দর্শকের কাছে পরিচিত সাংভিকা বা পর্দার রিংকি নামে। ভদ্র, সংযত, অথচ দৃঢ়চেতা এক নারী হিসেবে তিনি চরিত্রে যেমন বাস্তবতা এনেছেন, তেমনি ব্যক্তিজীবনে তিনি নিজেও ঠিক ততটাই অনাড়ম্বর ও স্পষ্টভাষী।

সাংভিকা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমার ও সচিবজির (জিতেন্দ্র কুমার) মাঝে একটা অব্যক্ত রসায়ন আছে। আমরা খুব একটা কথা বলি না, শুধু শটের আগে চোখে চোখ রেখে বুঝে নিই কে কী করতে যাচ্ছে। জিতু অসাধারণ কো-স্টার—তিনি আমাকে খুব কমফর্ট জোন দিয়েছেন, একটিবারও নবাগত বলে মনে হয়নি।’’

নীনা গুপ্তার সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা নিয়েও মুগ্ধ সাংভিকা। ‘‘উনি যেমন সোশ্যাল মিডিয়ায়, বাস্তবেও ঠিক তেমনই রঙিন, প্রাণবন্ত, আর একই সঙ্গে প্রচণ্ড রকমের গম্ভীর ও স্পষ্টভাষী। আমার প্রতি একটা প্রোটেকটিভ আচরণও দেখেছি তার মধ্যে। কেউ আমাকে কোণঠাসা করার চেষ্টা করলেই, তিনি আমার হয়ে দাঁড়িয়েছেন।’’

‘প্রধানজি’ রঘুবীর যাদব সম্পর্কে সাংভিকা বলেন, ‘‘উনি যেন এক চলন্ত প্রাণশক্তি। সারাক্ষণ মজা, গান, কবিতা, রসিকতা—একসাথে এত কিছু একজন মানুষ কীভাবে ধারণ করতে পারেন, সেটা আমার কাছে এখনও বিস্ময়।’’

রিংকি চরিত্রের সঙ্গে নিজের মিল নিয়েও খোলামেলা কথা বলেন সাংভিকা। বলেন, ‘‘আমিও কিছুটা অন্তর্মুখী, কিছুটা জেদি। তবে আমি আত্মনির্ভর, অন্যায় দেখলে প্রতিবাদ করি। মানুষ ভাবে আমি বিদ্রোহ করছি, আসলে আমি শুধু আমার কথা খুব ভদ্রভাবে বলি। তবে যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখন আমি চুপ করে থাকি না।’’

অভিনয়ের প্রতি ভালোবাসা থাকলেও সাংভিকা আসেননি কোনো ফিল্মি পরিবার থেকে। বরং নিজের মেধা, অভ্যন্তরীণ দৃঢ়তা এবং পরিশ্রমের জোরেই জায়গা করে নিয়েছেন দর্শকের মনে।

‘পঞ্চায়েত’-এর সাফল্য তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে, তা অকপটে স্বীকার করেন তিনি। বলেন, ‘‘আমি জানতাম আমি ভালো কিছু করব, কিন্তু এতটা ভালোবাসা পাব—এটা কখনও ভাবিনি। আট থেকে আশি—সব বয়সী মানুষ রিংকির সঙ্গে নিজেকে যুক্ত করতে পারেন, এটাই আমার বড় প্রাপ্তি।’’

ভবিষ্যতে কোন পরিচালকদের সঙ্গে কাজ করতে চান—এই প্রশ্নে সাংভিকা বলেন, “মণি রত্নম স্যার, সঞ্জয় লীলা বনশালি স্যার, জোয়া আখতার, অনুরাগ কাশ্যপ, সুজিত সরকার—এদের সবার সৃষ্টির প্রতি আমি মুগ্ধ। বিশেষ করে বনশালি স্যারের কাব্যিক নারীনির্মাণে একদিন নিজেকে দেখতে চাই।”

সহ অভিনেতাদের নিয়ে প্রশ্ন উঠলে, কৌশলী হাসিতে বলেন, ‘‘তালিকা তৈরি করা মুশকিল! অনেকেই দারুণ অভিনেতা, আবার তার চেয়েও গুরুত্বপূর্ণ—ভালো মানুষ হওয়া। আমি চাই, আমার সহ-অভিনেতা যেন এক ভালো মানুষ হন, তাহলেই সেটা আমার জন্য যথেষ্ট।’’

সূত্র : নিউজ এইটিন

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

প্রেস সচিবের বক্তব্যে বাকস্বাধীনতা, মব কালচার ও সাংবাদিকতার দ্বন্দ্ব: পাঠবিশ্লেষণ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি এক দীর্ঘ বক্তব্যে দেশের সাংবাদিকতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের অবস্থান নিয়ে বিস্তারিত... বিস্তারিত