‘নোয়াখালী রয়্যালস’ নাম আলোচনায়, বিপিএলে নতুন উন্মাদনা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ৩০ ১৯:৩৩:২৬
‘নোয়াখালী রয়্যালস’ নাম আলোচনায়, বিপিএলে নতুন উন্মাদনা

টুর্নামেন্টে যুক্ত হতে পারে নোয়াখালী ভিত্তিক একটি দল। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান সায়ান গ্লোবালস ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ‘নোয়াখালী রয়্যালস’ নামে একটি ফ্র্যাঞ্চাইজি দলের প্রস্তাবনা জমা দিয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দল গঠনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ও প্রাথমিক কাগজপত্র তারা ইতোমধ্যে সম্পন্ন করেছে। মিরপুরে এক সংবাদ সম্মেলনে লন্ডনপ্রবাসী এক ব্যবসায়ী সরাসরি উপস্থিত থেকে বিসিবির কাছে তাদের আগ্রহ আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। তাদের মূল লক্ষ্য—নোয়াখালীকে দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে উপস্থাপন করা এবং ক্রিকেটপ্রেমী নোয়াখালীবাসীকে সরাসরি এই উৎসবের অংশীদার বানানো।

উল্লেখযোগ্যভাবে, বিপিএলের ১১টি আসরের একটিতেও নোয়াখালীর কোনো প্রতিনিধিত্ব দেখা যায়নি। সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল—এমন শহরগুলো বারবার সুযোগ পেলেও নোয়াখালী থেকে কখনোই কোনো দল টুর্নামেন্টে অংশ নেয়নি। দীর্ঘদিনের সেই অনুপস্থিতি এবার সম্ভবত ঘুচতে চলেছে।

বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্র জানিয়েছে, যখন আনুষ্ঠানিকভাবে বিড আহ্বান (EOI - Expression of Interest) করা হবে, তখন প্রক্রিয়াটি হবে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক। যেসব প্রতিষ্ঠান নির্ধারিত মানদণ্ড পূরণ করবে, তাদের মধ্য থেকেই নির্বাচিত হবে নতুন ফ্র্যাঞ্চাইজিগুলো।

গতবারের চ্যাম্পিয়ন ছিল ফরচুন বরিশাল। তবে গত আসরে কিছু বিতর্কের কারণে এবার বিসিবি আরও পেশাদার ও স্বচ্ছ টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে কাজ করছে। সেই ভাবনা থেকেই নতুন এবং ভিন্নধর্মী অংশগ্রহণ নিশ্চিত করতে বিসিবি আগ্রহী বলে জানা গেছে।

এখনো বিপিএলের পরবর্তী আসরের সময়সূচি চূড়ান্ত হয়নি, তবে বিসিবির পরিচালনা পর্ষদের নিয়মিত সভায় এ বিষয়টি আলোচনায় রয়েছে। সম্ভাব্য নতুন ফ্র্যাঞ্চাইজির তালিকায় ‘নোয়াখালী রয়্যালস’ এখন অন্যতম আলোচিত নাম।

ক্রিকেট অঙ্গনের বিশেষজ্ঞরা মনে করছেন, নোয়াখালীর মতো জনবহুল এবং ক্রিকেটমুখী একটি অঞ্চলের প্রতিনিধিত্ব টুর্নামেন্টে ভিন্নমাত্রা যোগ করবে। আর স্থানীয় মানুষের আগ্রহ, আবেগ ও সমর্থনের পরিপ্রেক্ষিতে ‘নোয়াখালী রয়্যালস’ হতে পারে বিপিএলের পরবর্তী ফ্যান ফেভারিট দল।

সবকিছু এখন নির্ভর করছে বিসিবির আনুষ্ঠানিক সিদ্ধান্তের ওপর। তবে ইতোমধ্যেই সম্ভাবনার আলোতে উজ্জ্বল হয়ে উঠেছে নোয়াখালীর নাম।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

প্রেস সচিবের বক্তব্যে বাকস্বাধীনতা, মব কালচার ও সাংবাদিকতার দ্বন্দ্ব: পাঠবিশ্লেষণ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি এক দীর্ঘ বক্তব্যে দেশের সাংবাদিকতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের অবস্থান নিয়ে বিস্তারিত... বিস্তারিত