ঝড় নয়, যেন দুঃস্বপ্ন—সালথায় হঠাৎ তাণ্ডবে বসতভিটা নিশ্চিহ্ন

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৯ ১৯:১৯:০০
ঝড় নয়, যেন দুঃস্বপ্ন—সালথায় হঠাৎ তাণ্ডবে বসতভিটা নিশ্চিহ্ন

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে মাত্র পাঁচ মিনিটের এক আকস্মিক ঘূর্ণিঝড়ে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন স্থানীয়রা। বুধবার (১৮ জুন) রাত ৯টার দিকে দক্ষিণ আটঘর গ্রামে সংঘটিত এই ঝড়ের তাণ্ডবে সাতটি বসতঘর সম্পূর্ণভাবে ধসে পড়ে, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য গাছপালা ও কৃষিজমি।

স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম জানান, "রাত ৯টার দিকে আচমকাই প্রচণ্ড হাওয়া ও ঘূর্ণিঝড় শুরু হয়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই গ্রাম যেন যুদ্ধবিধ্বস্ত এলাকার রূপ নেয়।" তিনি আরও বলেন, "সিরাজ মোল্যা, সালাম শেখ, নুরু শেখ, কামরুল গাজী, সোহাগ গাজী, মিজান শেখ ও বক্কার খানের ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। অনেকের টিনের চাল উড়ে গেছে, আবার কেউ ঘরসহ সবকিছু হারিয়ে ফেলেছেন।"

ঝড়ে ক্ষতিগ্রস্তদের অধিকাংশই দিনমজুর ও কৃষক পরিবার। ঝড়ের পর অনেকেই এখন খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। বসতঘরের পাশাপাশি ভেঙে পড়েছে বিভিন্ন প্রজাতির গাছপালা, যার ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিজ ফসল ও মৌসুমি আয়ের উৎস।

এ প্রসঙ্গে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান জানান, "ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের কাজ চলছে। দ্রুততম সময়ে তাদের জন্য প্রয়োজনীয় ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এদিকে বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, "ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে। প্রশাসন যথাযথ সহায়তা করবে।"

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এমন হঠাৎ ও তীব্র ঘূর্ণিঝড় অঞ্চলে আগে দেখা যায়নি। এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা

—আশিক নিউজ ডেস্ক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ