টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৯ ১৬:৩৯:০৯
টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস

দেশজুড়ে গত কয়েকদিন ধরেই সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এর প্রভাবে টানা বৃষ্টিপাতের মধ্যে রয়েছে প্রায় সব অঞ্চল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১৬ জুন থেকে শুরু হওয়া এ বৃষ্টি কমপক্ষে ২৫ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়ছে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৯ জুন) আবহাওয়া অফিস জানায়, ভারতের পশ্চিমবঙ্গে অবস্থানরত একটি সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত বেড়েছে। একই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে, যা বৃষ্টির মাত্রা আরও বাড়িয়ে তুলছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে জানান, “এই মুহূর্তে উপকূলীয় অঞ্চলগুলোতে বেশি বৃষ্টিপাত হচ্ছে। তবে দেশের প্রায় প্রতিটি বিভাগেই হালকা থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। এর পাশাপাশি তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কিছুটা কমে এসেছে।” বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা জুনের জন্য তুলনামূলকভাবে সহনীয়। আজ (১৯ জুন) থেকে কিছুটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিপাতের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—এই আটটি বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রপাত অথবা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় ভারী বর্ষণ এবং অতিভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি যাত্রীদের চলাচল ও কৃষিকাজে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীতে, যার পরিমাণ ১৫১ মিলিমিটার। এটা এখন পর্যন্ত জুন মাসে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ডগুলোর মধ্যে অন্যতম।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ২৫ জুনের পর বৃষ্টির প্রবণতা কিছুটা হ্রাস পেতে পারে, তবে বর্ষা মৌসুমে বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। সে ক্ষেত্রে বিভিন্ন বিভাগে বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ