ঢালিউড

লাইফ সাপোর্টে অভিনেত্রী তানিন সুবহা, যেকোনো সময় নেওয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০৯ ১৩:০৮:২০
লাইফ সাপোর্টে অভিনেত্রী তানিন সুবহা, যেকোনো সময় নেওয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত

জনপ্রিয় চিত্রনায়িকা তানিন সুবহা কয়েকদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। গতকাল রোববার (৮ জুন) সন্ধ্যায় তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও পরিবার জানিয়েছে, এখনো তিনি জীবিত আছেন—তবে অবস্থা সংকটাপন্ন। চিকিৎসকদের মতে, তানিন সুবহাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়েছে। তাঁর হৃদ্‌যন্ত্র কিছুটা সচল থাকলেও মস্তিষ্ক আর কাজ করছে না।

তানিন সুবহার ছোট ভাই ইনজামুল রামিম আজ সোমবার সকালে সাংবাদিকদের জানান, “ডাক্তাররা বলেছেন, তাঁদের আর কিছুই করার নেই। আপুর ব্রেন ডেড, শুধু হার্ট কিছুটা কাজ করছে মেশিনে। লাইফ সাপোর্ট খুলে ফেলার বিষয়ে ডাক্তাররা বললেও এখনো মা রাজি হননি। সব সিদ্ধান্ত নির্ভর করছে দুলাভাইয়ের অনুমতির ওপর।”

তানিনের স্বামী পেশায় একজন বৈমানিক। তাঁর লিখিত অনুমতি ছাড়া চিকিৎসকেরা চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না বলে জানিয়েছে পরিবার। তাই এখন পরিবারে চলছে কঠিন এক অপেক্ষা।

এর আগে গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। সেদিন বিকেলে আফতাবনগরের বাসার পাশে একটি ক্লিনিকে চিকিৎসা নেন এবং সেখান থেকে বাসায় ফিরে আসেন। তবে রাতে ফের অসুস্থ হয়ে পড়লে তাঁকে বনশ্রীর একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ধানমন্ডির একটি উন্নত হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানেই তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, হঠাৎ তানিনের বুকে ব্যথা শুরু হয় এবং অতিরিক্ত ঘাম হতে থাকে। প্রথমে অ্যাসিডিটি ভেবে ওষুধ খেলে অবস্থার কিছুটা উন্নতি হয়, কিন্তু কয়েকবার বমি করার পর শারীরিক পরিস্থিতি দ্রুত খারাপের দিকে মোড় নেয়। পরে চিকিৎসকেরা তাঁকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেন।

তানিন সুবহা বিজ্ঞাপনচিত্র দিয়ে শোবিজে পথচলা শুরু করেন। এরপর নাটক ও সিনেমায় নিয়মিত কাজ করেন। ‘মাটির পরী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। বর্তমানে তাঁর কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

তাঁর এ সংকটময় সময়ে পরিবারের সদস্যরা দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। ছোট ভাই ইনজামুল বলেন, “আমার বোনের জন্য সবাই দোয়া করবেন—আল্লাহ চাইলে সবই সম্ভব।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ