তীব্র গরমে বেঁকে গেল রেললাইন, অল্পের জন্য রক্ষা পেল পাহাড়িকা এক্সপ্রেস

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৭ ২২:২৬:০৫
তীব্র গরমে বেঁকে গেল রেললাইন, অল্পের জন্য রক্ষা পেল পাহাড়িকা এক্সপ্রেস

সিলেট-আখাউড়া রেলপথের কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের লংলা রেলস্টেশন এলাকায় অতিরিক্ত গরমের কারণে হঠাৎ বেঁকে যায় রেললাইন। মঙ্গলবার (২৭ মে) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি এই স্থানে আটকে পড়ে।

দূর থেকে বাঁকা রেললাইন দেখে চালক দ্রুত গতিতে ব্রেক কষে ট্রেন থামিয়ে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সক্ষম হন। পরে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে এসে রেললাইনে পানি ঢেলে ও অন্যান্য পদ্ধতিতে ঠান্ডা করে ট্রেন চলাচলের উপযোগী করে তোলেন।

প্রায় এক ঘণ্টার চেষ্টার পর ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয় এবং পাহাড়িকা এক্সপ্রেস সিলেটের উদ্দেশে যাত্রা করে। বিকেল ৫টার পর ঢাকাগামী পারাবত এক্সপ্রেসকে ২০ কিলোমিটার গতিতে ধীরে ধীরে রেলপথ অতিক্রম করানো হয়। এদিকে বেঁকে যাওয়া রেললাইন মেরামতে এখনও কাজ চালিয়ে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এ ঘটনায় বড় ধরনের বিপদ না ঘটলেও, গরমজনিত অবকাঠামোগত চ্যালেঞ্জগুলোর প্রতি রেলওয়ের বাড়তি সতর্কতার প্রয়োজনীয়তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত