ঈদে ঘরমুখো মানুষের জন্য ৩ জুন থেকে সদরঘাটে বিশেষ লঞ্চ সার্ভিস

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৭ ২২:২৩:২২
ঈদে ঘরমুখো মানুষের জন্য ৩ জুন থেকে সদরঘাটে বিশেষ লঞ্চ সার্ভিস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর সদরঘাট টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের জন্য শুরু হচ্ছে বিশেষ লঞ্চ সার্ভিস। আগামী ৩ জুন থেকে শুরু হয়ে ১০ জুন পর্যন্ত চলবে এই বিশেষ ব্যবস্থা। এ সময়ে সদরঘাট থেকে ৪১টি রুটে অতিরিক্ত লঞ্চ পরিচালিত হবে।

অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, ঈদে যাত্রীচাপ সামলাতে প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক লঞ্চ। যাত্রীসংখ্যা অনুযায়ী অতিরিক্ত লঞ্চ পরিচালনার ব্যবস্থা থাকবে। যাত্রাপথে যাতে যাত্রীরা হয়রানির শিকার না হন, সেজন্য নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা।

তবে এবার ঈদযাত্রায় লঞ্চের প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিনের অগ্রিম টিকিটের চাহিদা অতীতের তুলনায় অনেক কম। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ঈদে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের মধ্যে লঞ্চের বদলে সড়কপথে ভ্রমণের প্রবণতা বেড়েছে। ফলে সদরঘাটে আগের মতো টিকিটের জন্য দীর্ঘ লাইনের দৃশ্য এবার অনুপস্থিত।

সাধারণ যাত্রীরা এখন ঈদের কাছাকাছি সময়েই টিকিট সংগ্রহে আগ্রহ দেখান। এমনকি ঈদের একদিন আগেও অনেক যাত্রী সরাসরি টার্মিনালে এসে লঞ্চে ওঠেন।

অন্যদিকে যানজটের কারণে সদরঘাটে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সড়কে যানজটের কারণে যাত্রীদের ভোগান্তি বাড়ছে। পরিবহন মালিক ও সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমস্যা নিরসনে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত