পদ্মা থেকে অবৈধ বালু উত্তোলনে জড়িত ২৪ জন আটক, রয়েছে দুই বিএনপি নেতা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২৪ জনকে আটক করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার (২৭ মে) ভোররাতে ঢাকা অঞ্চলের কোস্টগার্ড এক বিশেষ অভিযানে পদ্মার ধূলসুরা ও ইব্রাহিমপুর ইলিশা পয়েন্ট থেকে তাদের আটক করে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, আটককৃতদের মধ্যে স্থানীয় বিএনপির দুই গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন—উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আযম এবং সুতালড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মিন্টু।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে পাঁচটি ড্রেজার, তিনটি বাল্কহেড এবং ৮৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বালু উত্তোলনের আয়ের একটি অংশ এই চক্রের সদস্যদের মধ্যে বণ্টন করা হচ্ছিল নিয়মিতভাবে। হরিরামপুর থানায় আটককৃতদের বিরুদ্ধে “বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, দীর্ঘদিন ধরেই পদ্মার বিভিন্ন অংশে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল, যা স্থানীয় পরিবেশ ও নদীতীরবর্তী জনপদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের একাধিক অভিযান সত্ত্বেও এসব কর্মকাণ্ড থেমে ছিল না।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকা কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে এসব অপকর্মে লিপ্ত ছিলেন। তারা মনে করছেন, এমন অভিযান অব্যাহত না থাকলে আবারও সক্রিয় হয়ে উঠবে এই চক্র।
পরিবেশবিদরা বলছেন, পদ্মা থেকে অনিয়ন্ত্রিত বালু উত্তোলন শুধু নদীর নাব্যতা নয়, আশপাশের ফসলি জমি ও বসতবাড়ির জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গেম্বলারদের দৌরাত্ম্য: আস্থা ফেরাতে চাই কঠোর শাস্তি ও কাঠামোগত সংস্কার
- বাংলাদেশে সেনা-সরকার উত্তেজনা ও ‘কু’ এর গুঞ্জন: নেপথ্যে কি?
- নতুন রাজনৈতিক সমীকরণে কারা টিকে থাকবে, কারা হারিয়ে যাবে?
- জবি’র সাবেক অধ্যাপক আনোয়ার বেগম হত্যাচেষ্টা মামলায় সুত্রাপুরে আটক
- সেনাপ্রধানের বক্তব্য, জুলকারনাইন তাতে যা বললেন!
- তারকা পরিচিতি: রক্ষাকবচ না কি সমাজবিমুখ অব্যাহতি?
- নাহিদের স্পষ্ট বার্তা: এনসিপিতে নেই দুই উপদেষ্টা আসিফ ও মাহফুজ
- বিএনপির সালাউদ্দিনকে নিয়ে কি লিখলেন প্রেস সচিব শফিকুল?
- সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তা নিহত
- বাংলাদেশে আন্তর্বর্তী সরকারের পদক্ষেপে মৌলিক অধিকার হুমকিতে
- মুহাম্মদ ইউনূস প্রশাসনের ভবিষ্যৎ কেন অনিশ্চিত
- ডিসেম্বরে নির্বাচন চান সেনাপ্রধান
- "ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সব রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন জানিয়েছে"
- ভারত-পাকিস্তান সংঘাতের পর চীনের পুরস্কার
- গাজা ইসরায়েলি নিয়ন্ত্রণে থাকবে: নেতানিয়াহুর ঘোষণা