পাকিস্তান সেনার দাবি: ভারতীয় ৩০ হারপ ড্রোন ধ্বংস

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ০৯ ১৭:০৩:৩১
পাকিস্তান সেনার দাবি: ভারতীয় ৩০ হারপ ড্রোন ধ্বংস

সত্য নিউজ:পাকিস্তানের সেনাবাহিনী ভারতের পাঠানো ৩০টি ইসরায়েলি ‘হরপ’ ড্রোন ধ্বংসের দাবি করেছে। দেশটির আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এসব ড্রোন পাকিস্তানের বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, যা রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা, লাহোর, করাচিসহ একাধিক গুরুত্বপূর্ণ শহরের আকাশে দেখা গেছে।

আইএসপিআর-এর বিবৃতি অনুযায়ী, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা বাহিনী ড্রোনগুলো শনাক্ত ও ভূপাতিত করে। এতে বলা হয়, এসব ড্রোন ছিল ইসরায়েলের তৈরি ‘হারপ’ মডেল, যা 'লোইটারিং মিউনিশন' নামে পরিচিত—অর্থাৎ, টার্গেট শনাক্ত করে ঘুরতে থাকে এবং হামলার সময় নিজেকেও ধ্বংস করে দেয়। ড্রোনগুলোতে ব্যবহৃত ইঞ্জিন যুক্তরাজ্যের UAV Engines Limited-এর তৈরি।

পাকিস্তান দাবি করেছে, ভারতের সামরিক বাহিনী নিয়ন্ত্রণরেখার পান্ডো সেক্টরে কোনো উসকানি ছাড়াই গুলি ছুড়েছিল। জবাবে পাকিস্তানের সেনারা পাল্টা আঘাতে নাঙ্গা তাক এলাকায় ভারতীয় সেনার ব্যাটালিয়ন সদর দপ্তর ধ্বংস করেছে বলে জানায় আইএসপিআর।

পাকিস্তানি সেনাবাহিনী আরও দাবি করে, গত সপ্তাহে তাদের পাল্টা হামলায় ভারতীয় বেশ কয়েকটি ড্রোন, বিমান এবং সীমান্তচৌকি ধ্বংস হয়। তার প্রতিক্রিয়াতেই দিল্লি এই ড্রোন হামলার চেষ্টা চালায় বলে দাবি ইসলামাবাদের।

বিশ্লেষকদের মতে, এই ঘটনায় ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে এবং এতে মধ্যপ্রাচ্য ও পশ্চিমা সামরিক প্রযুক্তির ভূরাজনৈতিক ব্যবহারের দিকটি আরও স্পষ্ট হয়ে উঠেছে। নিরাপত্তা বিশ্লেষকরা পরিস্থিতিকে নজিরবিহীন বলে অভিহিত করেছেন এবং দুই দেশের মধ্যে প্রযুক্তিনির্ভর যুদ্ধনীতির বিকাশের ইঙ্গিত দিচ্ছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ