কোরবানির জন্য দুবাই থেকে উট আনবেন মিষ্টি জান্নাত!

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৯ ১১:১৭:৫২
কোরবানির জন্য দুবাই থেকে উট আনবেন মিষ্টি জান্নাত!

সত্য নিউজ:আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এবার ঈদুল আজহায় ভিন্নভাবে কোরবানি দেয়ার পরিকল্পনা করছেন। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এবার কোরবানির জন্য তিনি দুবাই থেকে উট আনাতে পারেন।

সাংবাদিকের প্রশ্নের জবাবে মিষ্টি বলেন, “দেখা যাক।” তবে নিশ্চিতভাবে জানান, “দুম্বা না, উট আসবে।” অর্থাৎ, তিনি দুবাই থেকে উট আনিয়ে কোরবানি দেয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সবসময় ব্যক্তিজীবনের নানা আলোচনায় থাকলেও এবার ঈদ উপলক্ষে মিষ্টির এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি সবাইকে অগ্রিম ‘ঈদ মোবারক’ জানাতেও ভোলেননি।

কোরবানির পশু হিসেবে উট বাংলাদেশে খুবই বিরল, তাই দুবাই থেকে উট আনিয়ে কোরবানি দেয়ার এই ইচ্ছা তাকে আবারও ভিন্ন মাত্রায় আলোচনায় এনেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ