হিংসার আগুনে মোদি, গচ্চা ৭২ হাজার কোটি রুপি!

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৯ ১০:০৩:৩০
হিংসার আগুনে মোদি, গচ্চা ৭২ হাজার কোটি রুপি!

সত্য নিউজ:বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক চীন সফর দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সফরের শুরুতেই বেইজিংয়ে দেওয়া এক বক্তব্যে তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ‘স্থলবেষ্টিত’ আখ্যা দিয়ে বলেন, এই অঞ্চলের একমাত্র কার্যকর সমুদ্রপথ বাংলাদেশের হাতে, আর বাংলাদেশই চীনের জন্য ‘অপরিহার্য প্রবেশদ্বার’। এই বক্তব্য সরাসরি আঘাত হানে ভারতের কূটনৈতিক কেন্দ্রবিন্দুতে।

ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন, ড. ইউনুস এই মন্তব্যের মাধ্যমে মোদি সরকারকে কৌশলগতভাবে কোণঠাসা করে ফেলেছেন। পরবর্তীতে চট্টগ্রাম বন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, এই বন্দর ব্যবহারের সুযোগ পেলে নেপাল, ভুটান এবং ভারতের সেভেন সিস্টারস অঞ্চল ব্যাপকভাবে লাভবান হবে। এ বক্তব্যকে দিল্লি কেবল মতামত হিসেবে দেখছে না, বরং একটি জিওস্ট্র্যাটেজিক হুমকি হিসেবে চিহ্নিত করছে।

ড. ইউনুসের এই অবস্থান এবং বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের প্রতিরক্ষা বাজেটে হঠাৎই যোগ হয়েছে অতিরিক্ত ৫০ হাজার কোটি রুপি, যা মূলত উত্তর-পূর্বাঞ্চলকে কৌশলগতভাবে শক্তিশালী করতে ব্যবহৃত হবে। পাশাপাশি, আরও ২২ হাজার কোটি রুপি ব্যয় করা হচ্ছে ভূ-কৌশলগত প্রকল্পে, যার মধ্যে রয়েছে শিলং-শিলচর চার লেন হাইওয়ে করিডোর নির্মাণ যেটি বাস্তবায়ন করছে NHIDCL এবং ২০৩০ সালের মধ্যে চালু হওয়ার কথা।

এই মুহূর্তে ভারতের উত্তর-পূর্ব অঞ্চল দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত ‘শিলিগুড়ি করিডোর’ (বা ‘চিকেন নেক’) দিয়ে, যা ভৌগোলিকভাবে দুর্বল ও ঝুঁকিপূর্ণ। বিকল্প রুট হিসেবে ভারত গড়ে তুলছে কালাদান মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্রোজেক্ট, যা মিয়ানমারের উপর নির্ভরশীল। তবে মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই রুটও নিরাপদ নয় বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সব মিলিয়ে ড. ইউনুসের একাধিক মন্তব্য ও কৌশলগত দৃষ্টিভঙ্গি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বাংলাদেশের অবস্থানকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। আর সেই চাপেই এখন মোদি সরকার হিংস্র প্রতিক্রিয়ায় জড়িয়ে গিয়ে বিপুল ব্যয়ে সামরিক প্রস্তুতি জোরদার করছে যার গচ্চা ৭২ হাজার কোটি রুপি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ