আসলেই কি ‘লিভ ইন’ করতে চান সামান্থা?

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৭ ১৮:০৭:৫৯
আসলেই কি ‘লিভ ইন’ করতে চান সামান্থা?

সত্য নিউজ:

দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আবারও প্রেমে মশগুল এমনটাই বলছে টলিউডের ভেতরের সূত্র। তাঁর জীবনে নতুন করে প্রেমের পর্ব শুরু হয়েছে বলে জোর গুঞ্জন ছড়িয়েছে, আর সেই প্রেমের কেন্দ্রে রয়েছেন পরিচালক রাজ নিদিমোরু।

‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজে কাজ করতে গিয়েই সামান্থা ও রাজের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে বলে দাবি করেছে একাধিক বলিউড ও দক্ষিণী সংবাদমাধ্যম। এরপর থেকেই তাদের একসঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। তবে দুজনের কেউই এখনও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুলেননি।

তবে সম্প্রতি সামান্থার ইনস্টাগ্রামেই উস্কে উঠেছে নতুন করে এই সম্পর্কের জল্পনা। একটি ফ্লাইট যাত্রার সময় রাজের কাঁধে মাথা রেখে তোলা একটি ছবি ঘিরেই শুরু হয়েছে আলোচনা। অনেকেই মনে করছেন, এটি শুধু বন্ধুত্ব নয়, বরং আরও গভীর কিছু।

সামান্থার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, “সামান্থা ও রাজ এখন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা বিয়ের চেয়ে লিভ ইনেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ইতিমধ্যে তাঁরা নতুন করে বসবাসের জন্য ঘর খোঁজাও শুরু করেছেন।”

উল্লেখ্য, রাজ নিদিমোরু ২০১৫ সালে পরিচালক শ্যামলী দে-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে সেই সম্পর্ক ভেঙে যায় ২০২২ সালে। অন্যদিকে, সামান্থা ও অভিনেতা নাগা চৈতন্যর বিচ্ছেদ ঘটে ২০২১ সালে। গুঞ্জন আছে, নাগার বর্তমান স্ত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে সম্পর্কই ছিল সেই বিচ্ছেদের পেছনের মূল কারণ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ