চবিতে চতুর্মুখী আন্দোলন, উত্তাল ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চতুর্মুখী আন্দোলনে ক্যাম্পাস উত্তাল হয়ে উঠেছে। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে একাধিক পক্ষ তাদের দাবি নিয়ে মাঠে নেমেছে। প্রক্টরিয়াল বডি ও প্রশাসনের পদত্যাগের দাবিতে শাখা ছাত্রদল এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলো বিক্ষোভ করেছে। অন্যদিকে, শিক্ষক হেনস্তা ও নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদেও হয়েছে বিক্ষোভ।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা এবং ছাত্রদলের নেতাকর্মীরা আলাদাভাবে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন করেন।
প্রশাসনকে ‘লাল কার্ড’ দেখিয়ে পদত্যাগের দাবি ছাত্রদলের
ছাত্রদল আবারও প্রশাসনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয় প্রক্টর, রেজিস্ট্রার এবং প্রশাসনকে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ বলে পদত্যাগ দাবি করে। ছাত্রদল নেতারা বলেন, প্রশাসনকে তার ব্যর্থতার জন্য ‘লাল কার্ড’ দেখানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রশাসনের পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছিল শাখা ছাত্রদল।
প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
এদিকে, রোববার দুপুরে প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ করেছে ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে বামপন্থী কিছু সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে: আহতদের মানসম্মত চিকিৎসা, শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা, প্রকৃত অপরাধীদের বিচার, এবং প্রক্টরিয়াল বডির পদত্যাগ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) কলা ঝুপড়িতে সংবাদ সম্মেলন করে তারা এই ৭ দফা দাবি জানিয়েছিল।
শিক্ষক হেনস্তা ও স্লাট শেমিংয়ের প্রতিবাদে বিক্ষোভ
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর নুরুল হামিদ কাননকে হেনস্তা করার প্রতিবাদে বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। তারা এ ঘটনার যথোপযুক্ত বিচার দাবি করেছে। এই ঘটনা ঘটেছিল যখন বামপন্থী সংগঠনের কিছু নেতাকর্মী প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন করে ‘নিয়োগ বাণিজ্যের জমিদার ভবন’ নামকরণ করেছিল।
একই দিন দুপুর ১টার দিকে ফেসবুকে নারী শিক্ষার্থীদের স্লাট শেমিংয়ের প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে নারী শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।
ভিপি পদে জনপ্রিয়তার শীর্ষে ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদুল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামনে রেখে পরিচালিত এক জরিপে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। ‘বাংলাদেশ পাবলিক একাডেমি’ এবং স্বেচ্ছাসেবী সংস্থা ‘বেসরকারি’ এর যৌথ উদ্যোগে পরিচালিত এই জরিপে ২৪০ জন ইচ্ছুক ভোটার অংশ নিয়েছিলেন।
জরিপে আবিদুল ইসলাম খান ৪৬ শতাংশ ভোট পেয়ে জনপ্রিয়তার শীর্ষে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) আব্দুল কাদের ১৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ১২ শতাংশ ভোট নিয়ে তৃতীয় এবং শিবিরের মোঃ আবু সাদিক ৯ শতাংশ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন।
আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১০টায় শেষ হচ্ছে সকল প্রকার প্রচারণা। শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের মন জয় করতে নিজেদের প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা তুলে ধরতে ব্যস্ত। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান হাজী মুহম্মদ মহসিন হলে তার প্রচারণা শুরু করেন। তিনি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার পাশাপাশি ক্যাম্পাসে নারী হেনস্তা রোধে বিশেষ সেল গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।
সুষ্ঠু নির্বাচন এবং সম্ভাব্য ষড়যন্ত্র নিয়ে প্রার্থীদের মধ্যে উদ্বেগ এখনও বিদ্যমান। কিছু প্রার্থী নারী ভোটারদের জন্য নিরাপদ ভোট পরিবেশ নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।
ডাকসু নির্বাচন: শেষ দিনের প্রচারে ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে এখন উৎসবের আমেজ। ভোটগ্রহণের দুই দিন আগে, রোববার (৭ সেপ্টেম্বর) ছিল প্রচারণার শেষ দিন। এ কারণে প্রার্থী ও তাদের সমর্থকেরা ব্যস্ত সময় পার করেছেন ভোটারদের মন জয় করতে। সবার হাতে হাতে ঘুরছে প্রচারপত্র ও পোস্টার।
রোববার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, মল চত্বর, কেন্দ্রীয় গ্রন্থাগার, ব্যবসা অনুষদ, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এবং হলপাড়াসহ সব জায়গায় এমন চিত্র দেখা গেছে। প্রার্থী ও তাদের সমর্থকেরা সরাসরি ভোটারদের কাছে গিয়ে প্রচারপত্র ও লিফলেট পৌঁছে দিচ্ছেন। সেই সঙ্গে তারা দোয়া ও সমর্থন চাইছেন।
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট নেওয়া হবে। এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন, যার মধ্যে নারী শিক্ষার্থী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।
রাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল ছাত্রদল
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এই প্যানেলের নেতৃত্বে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সহ-সভাপতি শেখ নূর উদ্দিন আবীর (ভিপি)। এছাড়া, সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন নাফিউল ইসলাম জীবন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন জাহিন বিশ্বাস এষা।
রবিবার (৭ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান এই প্যানেল ঘোষণা করেন।
আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু ও হল সংসদের নির্বাচনকে সামনে রেখে ছাত্রদল এই প্যানেল ঘোষণা করেছে। একইসঙ্গে, তারা ১৭টি হল সংসদের জন্যও পূর্ণাঙ্গ প্যানেল চূড়ান্ত করেছে।
ছাত্রদল সমর্থিত প্যানেলে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা আছেন, তারা হলেন:
ক্রীড়া সম্পাদক: নার্গিস খাতুন
সাংস্কৃতিক সম্পাদক: আব্দুল্লাহ আল কাফী
মহিলা বিষয়ক সম্পাদক: স্বপ্না আক্তার
তথ্য ও গবেষণা সম্পাদক: গাজী ফেরদৌস হাসান
মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: রাফায়েতুল ইসলাম রাবিত
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মারুফ হোসেন
বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক: মাসুম বিল্লাহ
পরিবেশ ও সমাজসেবা সম্পাদক: এআর রাফি খান
সদস্য: মিনারুল ইসলাম মেঘ, সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন, মো. আশরাফুল ইসলাম।
প্যানেল ঘোষণার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
৩৩ বছর পর জাকসু নির্বাচন, জানুন ইশতেহারের আটটি অঙ্গীকার
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ২০২৫। এ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত সাদি-বৈশাখী-সাজ্জাদ-ইকরা পরিষদ শনিবার (৬ সেপ্টেম্বর) তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।
দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য-২৪ স্মৃতিস্তম্ভের পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলভুক্ত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে ইশতেহার উন্মোচন করেন। তারা বলেন, আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচন কেবল নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া নয়, বরং শিক্ষার্থীদের হারানো গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক মুহূর্ত।
দীর্ঘ প্রতীক্ষার নির্বাচনী প্রত্যাশা
প্রার্থীরা জানান, ৩৩ বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচন শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তারা প্রতিশ্রুতি দেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ন্যায্য দাবি বাস্তবায়ন এবং শিক্ষাঙ্গনকে গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব পরিবেশে রূপান্তরিত করাই হবে তাদের মূল লক্ষ্য।
ইশতেহারের আটটি অঙ্গীকার
প্রকাশিত ইশতেহারে শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন এবং শিক্ষাঙ্গনের সার্বিক অগ্রগতি নিশ্চিত করার জন্য আটটি মূল অঙ্গীকার ঘোষণা করা হয়:
- আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা: আধুনিক পাঠ্যক্রম, আন্তর্জাতিক জার্নাল অ্যাক্সেস, এবং একাডেমিক সহযোগিতা বাড়ানো হবে।
- শিক্ষাবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস: সহিংসতা ও দমনমুক্ত পরিবেশে শিক্ষার্থীরা নিরাপদে মত প্রকাশ করতে পারবেন।
- পরিকল্পিত আবাসন ও মানসম্পন্ন খাবার: হলের আবাসন সংকট নিরসন ও ক্যাম্পাসে স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করা হবে।
- নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ: যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর নীতিমালা, সিসিটিভি, নিরাপত্তা টহল এবং হেল্পলাইন চালু করা হবে।
- স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ: বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রকে আধুনিকায়ন, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং জরুরি সেবা সহজলভ্য করা হবে।
- সমন্বিত পরিবহন ব্যবস্থা: শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বাস, সাশ্রয়ী ভাড়া এবং রুট সম্প্রসারণ করা হবে।
- ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার: শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতার বিকাশে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক উৎসব ও কর্মশালা আয়োজন করা হবে।
- পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ: ক্যাম্পাসে সবুজায়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে।
প্রার্থীরা বলেন, এসব অঙ্গীকার বাস্তবায়িত হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও একটি আধুনিক ও শিক্ষার্থী-কল্যাণমুখী শিক্ষাঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে। তারা জোর দিয়ে বলেন, এ নির্বাচন শিক্ষার্থীদের হাতে তাদের নিজস্ব ভবিষ্যৎ নির্মাণের সুযোগ এনে দিয়েছে।
শিক্ষার্থীদের প্রতিক্রিয়া
সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন পর এ ধরনের ইশতেহার শিক্ষার্থীদের মধ্যে আশার সঞ্চার করেছে। তাদের প্রত্যাশা, নির্বাচিত প্রতিনিধিরা প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দেবেন এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সামাজিক পরিবেশে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
ডাকসু নির্বাচনে সাতক্ষীরার শামীম হোসেন: তরুণ প্রজন্মের নতুন কণ্ঠস্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে উঠে এসেছেন সাতক্ষীরার তরুণ মেধাবী শিক্ষার্থী শামীম হোসেন। সাতক্ষীরার দেবহাটা উপজেলার দেবীশহর গ্রামের সন্তান শামীম এখন শুধু নিজ জেলার তরুণদেরই নয়, বরং সারা দেশের ছাত্রসমাজের কাছে এক ভিন্ন ধারা ও নতুন প্রত্যাশার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন।
শামীম হোসেন তার নির্ভীক কণ্ঠস্বর, আপোষহীন মনোভাব এবং দৃঢ় নেতৃত্বগুণের কারণে শিক্ষার্থীদের কাছে বিশেষ মর্যাদা অর্জন করেছেন। তার বক্তব্য ও অবস্থান প্রমাণ করে যে, প্রকৃত নেতৃত্বের জন্য কোনো বড় রাজনৈতিক প্ল্যাটফর্মের আশ্রয় নেওয়া প্রয়োজন হয় না—বরং সততা, সাহস এবং দায়বদ্ধ মনোভাবই একজন নেতাকে শক্তিশালী করে তোলে।
শিক্ষাজীবনের শুরুতে আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমএ দ্বিতীয় সেমিস্টারের নিয়মিত ছাত্র। এই শিক্ষাজীবনের ধারাবাহিকতা এবং তার স্পষ্টভাষী স্বভাবই তাকে ছাত্ররাজনীতিতে স্বতন্ত্র পরিচয় দিয়েছে।
শামীম হোসেন বিশ্বাস করেন, ছাত্রসমাজের অধিকারের জন্য আন্দোলন মানেই শুধু প্রতিবাদ নয়; এটি নিজের আত্মমর্যাদা রক্ষার সংগ্রামও বটে। সেই বিশ্বাস থেকেই তিনি নিরন্তর বলে আসছেন যে ভয়কে জয় করে অধিকার আদায় করতে হবে। তার প্রার্থিতার পক্ষে সমর্থন প্রকাশকারীদের মতে, শামীম হোসেনের শক্তি শুধু তার মেধা নয়, বরং তার দৃঢ় নেতৃত্ব ও নৈতিক অবস্থান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাতক্ষীরার মানুষ—সবাই তার প্রতি সমর্থন জানাচ্ছেন। অনেকের মতে, শামীম হোসেনের মতো একজন সৎ, সাহসী ও আপোষহীন তরুণই পারে দীর্ঘদিন ধরে চলে আসা ছাত্ররাজনীতির নেতিবাচক ধারা ভেঙে নতুন যুগের সূচনা করতে।
এই নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে শামীম হোসেন প্রমাণ করেছেন, তরুণ প্রজন্মের মাঝে এখনো ইতিবাচক পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা বিদ্যমান। তারা এমন নেতৃত্ব চায়, যারা ভয় বা স্বার্থের কাছে নতি স্বীকার না করে শিক্ষার্থীদের অধিকার ও মর্যাদা রক্ষায় সোচ্চার থাকবে।
-রফিক
“মামার বাড়ির আবদার নয়”-রাকসু নির্বাচন নিয়ে ক্ষোভ উপাচার্যের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসন্ন রাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থী, ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে হাতাহাতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “তোমরা তালা দেবে, তোমরা মারামারি করবে, আর আমাকে নির্বাচনের আয়োজন করতে হবে—এটা তো মামার বাড়ির আবদার।”
উপাচার্য মনে করেন, যদি শিক্ষার্থীরা রাকসু নির্বাচনে ছাত্রসুলভ আচরণ প্রদর্শন করতে ব্যর্থ হয়, তবে সেটিই তাদের অযোগ্যতার প্রকাশ। তিনি বলেন, শিক্ষার্থীদের যোগ্যতা প্রমাণের দায়িত্ব তাদের নিজেদের, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসন্ন রাকসু নির্বাচন নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
অধ্যাপক নকীব বলেন, “বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া যেকোনো ঘটনার প্রভাব রাকসু নির্বাচনে পড়তে পারে। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।” তিনি আরও জানান, রাকসু নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্টদের তিনি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন। রোববার যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে অশালীন ভাষায় স্লোগান দেওয়া হয় এবং উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করে, সেই মুহূর্তেও কমিশন দায়িত্ব থেকে সরে দাঁড়ায়নি।
উপাচার্যের ভাষায়, “তারা উচ্চ নৈতিকতা ও আত্মসম্মানবোধসম্পন্ন মানুষ। কিছু শিক্ষকও আছেন, যারা জঘন্য পরিস্থিতির মধ্যেও নিজেদের দায়িত্ব থেকে পিছিয়ে যাননি। আমাদেরও সুযোগ ছিল দায়িত্ব এড়িয়ে যাওয়ার। কিন্তু শিক্ষার্থীরা যখন তালা দেয়, মারামারি করে, তখন প্রশাসনের ওপর চাপিয়ে দেওয়া যায় না যে আমরা সবকিছু সামলাবো। যদি শিক্ষার্থীরা নিয়মকানুনের মধ্যে থাকতে না পারে, তাহলে তারা নিজেরাই রাকসুর জন্য অযোগ্য বলে প্রমাণিত হবে।”
তিনি আরও বলেন, প্রক্টরিয়াল বডি সব সময় ধৈর্য ধারণ করেছে এবং কোনো কঠোর ব্যবস্থা নেয়নি। এ কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। তার মতে, দোষ যাদের, আলাপ আলোচনা হওয়া উচিত তাদের নিয়েই।
রাকসু নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপাচার্য নকীব বলেন, “আমি চাইতাম আমাদের নিজস্ব সক্ষমতা ও ভেতরের সৌন্দর্য দিয়েই রাকসু নির্বাচন সম্পন্ন হোক। কিন্তু বাস্তবতায় অনেক বিষয় চিন্তা করতে হয়। ব্যক্তিগতভাবে আমি মনে করি, এ ধরনের ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হলে তা আমাদের ছাত্রসমাজ এবং পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য দুঃখজনক ব্যাপার হবে।”
প্রসঙ্গত, গত রোববার প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানিয়ে সকাল সাড়ে ৯টা থেকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেয় ছাত্রদলের কর্মীরা। এ সময় তারা একটি চেয়ার ভাঙচুর করে, টেবিল উল্টে ফেলে এবং ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সাবেক সমন্বয়ক মনোনয়নপত্র সংগ্রহ করতে এলে তাদের বাধা দেওয়া হয়।
ঘটনার পর ইসলামী ছাত্রশিবিরের কর্মীরাও সেখানে উপস্থিত হয়ে ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান দেন। এতে কয়েক দফায় ধস্তাধস্তি হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শিক্ষার্থীরা ফটকের তালা ভেঙে ফেলে। চার ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর দুইটার দিকে মনোনয়নপত্র বিতরণ পুনরায় শুরু হয় এবং বিতরণের সময় একদিন বাড়ানো হয়।
-রফিক
ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত, নির্ধারিত তারিখেই ভোট
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নির্ধারিত তারিখ অর্থাৎ ৯ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হচ্ছে। একটি রিটের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিতের যে আদেশ হাইকোর্ট দিয়েছিলেন, সেটি আপিল বিভাগ বহাল রাখেননি। এর ফলে নির্ধারিত তারিখেই ডাকসু নির্বাচন হতে আর কোনো আইনি বাধা রইল না।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে কী ঘটেছে?
এর আগে গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের রায় বুধবার পর্যন্ত স্থগিত করে আবেদনটি আপিল বিভাগে পাঠান। তিনি জানান, পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ কার্যকর থাকবে না। আজ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে হাইকোর্টের স্থগিতাদেশ কার্যকর না রাখার সিদ্ধান্তই বহাল রাখা হয়।
আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, এবং রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
কেন রিট করা হয়েছিল?
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে এই রিট দায়ের করা হয়। বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম গত ৩১ আগস্ট এই রিটটি করেন। হাইকোর্ট তার আদেশে রিটকারীকে জিএস প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ১৫ দিনের মধ্যে ডাকসু নির্বাচনী ট্রাইব্যুনালে দাখিল করতে নির্দেশ দেন।
চূড়ান্ত প্রার্থী তালিকা
২৬ আগস্ট প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, এবারের ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সদস্য পদে, যেখানে মোট ২১৭ জন প্রার্থী লড়বেন।
/আশিক
ঢাবি শিক্ষার্থী আলী হুসেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার জঘন্য অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির তদন্ত প্রতিবেদনে প্রমাণিত অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, কেবল বহিষ্কার করেই দায় শেষ করা হয়নি, বরং অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে। সেখানে বিষয়টি বিস্তারিতভাবে আলোচিত হবে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের ভাষ্যমতে, ঘটনাটি শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রক্টরের এখতিয়ারের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়েছে। আলী হুসেনের শ্রেণি রোল ৫৪ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮। তিনি আবাসিকভাবে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে অবস্থান করছিলেন।
এই ঘটনার আগে ইসলামী ছাত্রশিবির ও ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে আলী হুসেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। শিক্ষার্থীরা অভিযোগ করেন, তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া মন্তব্য কেবল একজন শিক্ষার্থীকে নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয় সম্প্রদায়কেই অসম্মানিত করেছে।
ঘটনার সূত্রপাত হয়েছিল ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে প্রশ্ন তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী হাইকোর্টে রিট আবেদন করেন। এই রিটের প্রেক্ষিতে আলী হুসেন তার ফেসবুক অ্যাকাউন্টে এক উসকানিমূলক মন্তব্য পোস্ট করেন। তিনি লিখেছিলেন, “হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত।”
আলী হুসেনের ওই পোস্ট মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন মহল তার মন্তব্যের তীব্র নিন্দা জানায়। বিভিন্ন ছাত্রসংগঠন প্রতিবাদ সমাবেশ করে এবং অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে তার শাস্তির দাবি জানায়। তারা মনে করেন, এ ধরনের মন্তব্য নারী শিক্ষার্থীদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে এবং বিশ্ববিদ্যালয়ের সুস্থ সংস্কৃতির পরিপন্থী।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজও বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করেন। অনেক শিক্ষক মন্তব্য করেন, এটি শুধু একটি ছাত্রীকে হুমকি নয়, বরং নারী শিক্ষার্থীদের প্রতি সামগ্রিকভাবে সহিংস মনোভাব প্রকাশের বহিঃপ্রকাশ। এমন ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন নারী শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতার বার্তা দিয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে তারা শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করবে। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় সব ধরনের ব্যবস্থা নেবে এবং এ ধরনের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। আলী হুসেনের বহিষ্কারাদেশ তাই কেবল ব্যক্তিগত শাস্তি নয়, বরং একটি নীতিগত সিদ্ধান্ত, যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শৃঙ্খলা ও মর্যাদা রক্ষায় প্রতীকী ভূমিকা রাখবে।
-রফিক
চবিতে শিক্ষার্থীদের ওপর হামলায় উত্তাল ক্যাম্পাস, বিক্ষোভ ছাত্রদলের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা নানা স্লোগান দেন, যার মধ্যে ছিল—‘উপাচার্য হায় হায়, নিরাপত্তার খবর নাই’, ‘দফা এক দাবি এক, প্রশাসনের পদত্যাগ’ এবং ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “চবি প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সংঘর্ষের সময় যদি প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিত, তাহলে আমাদের এত শিক্ষার্থী আহত হতো না।” তিনি অভিযোগ করেন, এই ঘটনার পেছনে প্রশাসনের কতিপয় ব্যক্তির ইন্ধন এবং বিশেষ গোষ্ঠীর এজেন্ডা রয়েছে। এ কারণে এই ব্যর্থ প্রশাসনের অবিলম্বে পদত্যাগ করা উচিত। অন্যথায়, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনও একই সুরে কথা বলেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এবং সংঘর্ষে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আমরা এই প্রশাসনের পদত্যাগ চাই। এটি আমাদের চূড়ান্ত দলীয় সিদ্ধান্ত।” তিনি আরও জানান, ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনের কোনো আইনি পদক্ষেপ নিতে দেখা যায়নি।
/আশিক
পাঠকের মতামত:
- চবিতে চতুর্মুখী আন্দোলন, উত্তাল ক্যাম্পাস
- শান্তির পুরস্কার চাইছেন, অথচ ঝামেলা পাকাচ্ছেন’ সালমানের খোঁচা ট্রাম্পকে
- ভিপি পদে জনপ্রিয়তার শীর্ষে ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদুল
- বিবিএসের প্রতিবেদন: ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি
- কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান
- ওসমান হাদির নামে ভিন্ন যুগলের ব্যক্তিগত মুহূর্তের ফুটেজ ভাইরাল
- আওয়ামী লীগ নেতারা মুক্তিযুদ্ধে অংশ নেয়নি: বদরুদ্দীন উমরের বিস্ফোরক মন্তব্য
- সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে পাগলা ঘোড়া
- নির্বাচন ঠেকাতে পারবে না কোনো শক্তি: প্রধান উপদেষ্টার প্রেসসচিব
- রাশিয়া-ইউক্রেন সংকটে নতুন মোড়: বাফার জোনের নিরাপত্তার দায়িত্বে কি বাংলাদেশ?
- ডাকসু নির্বাচন: শেষ দিনের প্রচারে ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা
- পঞ্চগড়ের সফল মানুষ সারজিস আলম হয়ে যায়: জয়
- অবসরের পর সাকিব আল হাসানের সঙ্গে যুক্তরাষ্ট্র মাতাবেন মাহমুদউল্লাহ রিয়াদ
- গণতন্ত্রের জন্য জবাবদিহিমূলক গণমাধ্যম অপরিহার্য: রিজওয়ানা হাসান
- ইলিশের বাজারে আগুন: দুই বছরে চাঁদপুরে দাম বেড়েছে দ্বিগুণ
- ঢালিউডে শাকিব খানের ছবিতে আসছেন ‘অ্যানিমেল’ সিনেমার ডিওপি
- ডিএসই’র বাজার প্রতিবেদন: এক নজরে আজকের লেনদেন
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- ইউক্রেনের মন্ত্রিসভার ভবনে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা
- রাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল ছাত্রদল
- ডিএসই ও সিএসইতে সূচকের বড় উত্থান, লেনদেন শুরু ইতিবাচক ধারায়
- শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে আমার সম্পর্ক নেই: কাদের সিদ্দিকী
- এশিয়া কাপের আগে বাংলাদেশকে নিয়ে আকাশ চোপড়ার খোঁচা, যা বললেন জাকের আলী
- ডিএসইতে নিম্নমুখী প্রবণতায় পুবালী ব্যাংক
- সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার
- লেনদেনহীন ২২ বন্ড, সীমিত লেনদেনে এগিয়ে দু’টি
- চাপের মুখে পদত্যাগ, জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু
- লন্ডনের স্বর্ণবাজারে আসছে ‘ডিজিটাল স্বর্ণ’, বদলাবে লেনদেন পদ্ধতি
- ড. ইউনূস সরকারের পদত্যাগের দাবি
- রাজনৈতিক দলের নেতাদের তেল দেবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া বার্তা
- এক্সিম ব্যাংকের শেয়ার দরপতন: বাজারে নিম্নমুখী প্রবণতা
- ডিএসসিসির জ্বালানি খাতে ভুয়া ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান
- শেয়ারদর বৃদ্ধি নিয়ে ডিএসইকে যে ব্যাখ্যা দিল বিডিকম অনলাইন
- রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের সাপ্তাহিক NAV প্রকাশ
- ৩৩ বছর পর জাকসু নির্বাচন, জানুন ইশতেহারের আটটি অঙ্গীকার
- আজ রাতে যখন দৃশ্যমান হবে ‘সুপার ব্লাড মুন’ চন্দ্রগ্রহণ
- বৈশ্বিক পরিসরে এনসিপির নতুন সাংগঠনিক উদ্যোগ
- তারেক রহমানের ৩১ দফা নিয়ে মানিকগঞ্জের নির্বাচনী মাঠে জিন্নাহ কবির
- ফ্যাসিবাদ রুখতে চাই ইতিবাচক রাজনীতি: সালাহউদ্দিন
- জিরো থেকে পাবলিকেশন: গবেষণায় নতুন দৃষ্টিভঙ্গি দিল বিআরটিসি কোর্স
- নির্বাচন ঘিরে পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু
- ডাকসু নির্বাচনে সাতক্ষীরার শামীম হোসেন: তরুণ প্রজন্মের নতুন কণ্ঠস্বর
- ঈদে মিলাদুন্নবী: ড. ইউনূসের কণ্ঠে শান্তি ও সম্প্রীতির বার্তা
- রহস্যময় গোলাপি পানির লেক, যেখানে নেই প্রাণের অস্তিত্ব: এক বিরল প্রাকৃতিক বিস্ময়
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী: দেশজুড়ে নানা কর্মসূচি, রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
- তেজপাতার জলে জাদু! নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, কমবে ওজন
- নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের
- ভারত ও রাশিয়া গভীর, অন্ধকার চীনের দিকে চলে গেছে: ট্রাম্প
- স্ত্রীকে আদর করে ‘আপু’ বা ‘বোন’ বলার বিধান
- যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের আস্থার শীর্ষে এএইচজেড
- ঢাকা স্টক এক্সচেঞ্জে ভ্যালু, ভলিউম ও ট্রেডে শীর্ষ ২০ কোম্পানি
- ডিএসই–৩০ সূচকের শীর্ষ কোম্পানিগুলোর লেনদেনের চিত্র
- ১ সেপ্টেম্বর শেয়ারবাজারে দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে ফিরল স্বস্তি, শীর্ষে থাকা কোম্পানির তালিকা প্রকাশ
- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ২০২৪ সালের নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন
- ০১ সেপ্টেম্বর ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- গোয়ালন্দে কবর অবমাননার ঘটনায় অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা
- নোয়াখালীর সাবেক চেয়ারম্যান মিজানুরের অবৈধ সম্পদের পাহাড়
- “তারেক রহমানের নেতৃত্বেই ঐক্য সম্ভব”
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- দেড় বছর পর ঢাকায় স্থায়ী রাষ্ট্রদূত পাচ্ছে যুক্তরাষ্ট্র
- ডিএসইতে বৃহস্পতিবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- বাংলাদেশি ওষুধের সাফল্য: যুক্তরাজ্যে রেনেটার নতুন পদচারণা
- ০২ সেপ্টেম্বর ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার