"শেখ হাসিনাকে ১০ বার ফাঁসিতে ঝোলালেও অপরাধ কমবে না"—নাহিদ ইসলাম

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩১ ০৮:৪০:৩৫
"শেখ হাসিনাকে ১০ বার ফাঁসিতে ঝোলালেও অপরাধ কমবে না"—নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর মন্তব্য করে বলেছেন, ‘শেখ হাসিনাকে ১০ বার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ কমবে না।’ বুধবার (৩০ জুলাই) রাতে ঢাকার সাভারের বাইপাইলে জুলাই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।

পদযাত্রার সমাপনী বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘সাভার-আশুলিয়া অঞ্চলে অতীতে গণঅভ্যুত্থানের সময় ছাত্র ও জনতা বুক চিতিয়ে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। টঙ্গী, যাত্রাবাড়ী, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকাগুলো ছিল সেই প্রতিরোধের গুরুত্বপূর্ণ অংশ। সাভার-আশুলিয়া ছিল একটি প্রধান হটস্পট।’

তিনি স্মরণ করেন, ‘সেসময় কত নির্মম নির্যাতন হয়েছে। গুলি চালিয়ে ভাইদের হত্যা করা হয়েছে। শহীদ সজলের মা আজ এখানে বক্তব্য দিয়েছেন, যার ছেলেকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। এমন নিষ্ঠুরতা মানুষ কোনো দিন ভুলবে না।’

শেখ হাসিনার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘‘ফ্যাসিস্ট সরকার মানুষের ওপর যে দমন-পীড়ন চালিয়েছে, তাতে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে কখনো ক্ষমা করবে না দেশের মানুষ।’

তিনি আরও বলেন, ‘ঢাকার পাঁচটি উপজেলা—সাভার, আশুলিয়া, গাজীপুরের টঙ্গীসহ—বহুদিন ধরে অবহেলিত। অথচ এসব এলাকায় শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব। এখানকার শ্রমিকরা আন্দোলনের পথ দেখিয়েছে, বুলেটের মুখেও রাজপথ ছাড়েনি। এই শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতে আমরা লড়াই চালিয়ে যাব।’

৩০ দিনের জুলাই পদযাত্রার অভিজ্ঞতা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘পথে পথে আমাদের বাধা দেওয়া হয়েছে, হামলা হয়েছে, অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু মানুষ আমাদের পাশে থেকেছে। এই জনস্রোত কেউ থামাতে পারেনি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির ঢাকা জেলার নেতা মেহরাব সিফাত। আরও বক্তব্য রাখেন সংগঠনের মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, ডা. তাসনিম জারা এবং স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ