সিরিয়া-ইসরায়েল সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতি

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ০৯:১৬:১২
সিরিয়া-ইসরায়েল সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতি
বেদুইন যোদ্ধা। ছবি : সংগৃহীত

সিরিয়া ও ইসরায়েল কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে একটি যুদ্ধবিরতিতে পৌঁছেছে। শনিবার সকালে এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম ব্যারাক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র এ শান্তিচুক্তিকে সমর্থন করছে এবং তুরস্ক, জর্ডানসহ আশপাশের দেশগুলোও এটি স্বাগত জানিয়েছে।

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুয়েইদা প্রদেশে সম্প্রতি বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে তীব্র জাতিগত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এর জেরে ইসরায়েল দাবি করে, তারা সিরিয়ার দ্রুজ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি বিমান হামলা চালায়। এসব হামলার লক্ষ্য ছিল সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও কয়েকটি সামরিক ঘাঁটি।

বুধবার ইসরায়েল রাজধানী দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ও সুয়েইদায় সরকারি বাহিনীর অবস্থানে বিমান হামলা চালায়। এতে তিনজন নিহত এবং অন্তত ৩৪ জন আহত হন।

ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, চলমান সহিংসতার প্রেক্ষিতে সিরিয়ার নিরাপত্তা বাহিনীকে আগামী ৪৮ ঘণ্টার জন্য সীমিতভাবে সুয়েইদা জেলায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

বুধবারই যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং কিছু আরব দেশের মধ্যস্থতায় সিরিয়ার সরকার ও দ্রুজ নেতাদের মধ্যে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। তবে ওইদিনই ইসরায়েলের হামলায় চুক্তির স্থায়িত্ব নিয়ে উদ্বেগ দেখা দেয়।

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-সারা এক টেলিভিশন ভাষণে বলেন, দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা সরকারের অগ্রাধিকার। তিনি আরও জানান, সিরিয়া যুদ্ধ চায় না, তবে প্রয়োজনে প্রতিরোধে প্রস্তুত রয়েছে।

শুক্রবার ফের বেদুইন ও দ্রুজদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সুয়েইদায় বিশেষ সরকারি বাহিনী মোতায়েন করা হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সিরিয়া ও ইসরায়েলে বসবাসরত দ্রুজ জনগোষ্ঠীকে ভাইয়ের মতো উল্লেখ করে বলেন, তাদের নিরাপত্তা রক্ষা করা ইসরায়েলের দায়িত্ব।

রাষ্ট্রদূত ব্যারাক সকল পক্ষকে শান্তি ও সহাবস্থানের পথে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, দ্রুজ, বেদুইন ও সুন্নি সম্প্রদায় যেন সংঘাত নয়, বরং শান্তির মাধ্যমে সংকট সমাধানে এগিয়ে আসে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ