পাঁচ ইউনিট একসাথে চালু, বিদ্যুৎ উৎপাদন বাড়ালো কর্ণফুলী কেন্দ্র

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১০ ১২:৫৬:৫৫
পাঁচ ইউনিট একসাথে চালু, বিদ্যুৎ উৎপাদন বাড়ালো কর্ণফুলী কেন্দ্র

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে টানা বৃষ্টির ফলে গতকাল বুধবার (৯ জুলাই) রাত থেকে একযোগে পাঁচটি ইউনিট চালু করা হয়েছে। এ থেকে সর্বোচ্চ ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা আগের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। এর আগে চারটি ইউনিট সচল ছিল।

কাপাবিকে’র ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পাঁচটি ইউনিটের মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট থেকে প্রতিটি ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যা মিলিয়ে ৯২ মেগাওয়াট। এছাড়া ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটি ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, মোট ১২০ মেগাওয়াট।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের প্রকৌশলীরা জানান, রাঙামাটিসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভারী বর্ষণের কারণে কাপ্তাই লেকে পানির মাত্রা দ্রুত বেড়েছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কার্যক্ষমতা বেড়েছে।

গতকাল রাত ৮টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ৯৬.৪১ ফুট (মিনাস সি লেভেল), যেখানে রুলকার্ভ অনুযায়ী এ সময়ে থাকার কথা ছিল ৮৫.২৮ ফুট। লেকের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট মিনাস সি লেভেল। ২৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রের পাঁচটি ইউনিট একসাথে চালু হওয়া এ মৌসুমে এটাই প্রথম।

চলতি বছরের ২ জুন থেকে চারটি ইউনিট সচল থাকলেও, গতকাল রাত থেকে পাঁচটি ইউনিট একযোগে চালু করার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালিত হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ