গোমতী নদীর পানি বৃদ্ধি: কুমিল্লা ও আশেপাশের অঞ্চলে বন্যার আশঙ্কা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ২০:১২:৫৩
গোমতী নদীর পানি বৃদ্ধি: কুমিল্লা ও আশেপাশের অঞ্চলে বন্যার আশঙ্কা

টানা দুই দিনের ভারি বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আসা পাহাড়ি ঢলের কারণে কুমিল্লার গোমতী নদীর পানি বাড়তে শুরু করেছে। যদিও এখনো বিপৎসীমার দেড় মিটার নিচে রয়েছে, তবে রাতের মধ্যে পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

বুধবার (৯ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন সময়ে নদীর পানি ১১ দশমিক ৩০ মিটার উচ্চতায় প্রবাহিত হতে দেখা গেছে। বিশেষ করে টিক্কার চর, চানপুর ব্রিজ এবং সংরাইশ এলাকায় চরের জমি ও বসতবাড়ি ডুবে গেছে। অনেকে পরিবার তাদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খাঁন মোহাম্মদ ওয়ালীউজ্জামান জানান, "ভারতের উজানে অপ্রত্যাশিতভাবে বৃষ্টিপাত হয়েছে। সেখানে বৃষ্টির ফলে গত ২৪ ঘণ্টায় গোমতী নদীর পানি প্রায় ৫ মিটার বেড়েছে। এই পানি আমাদের এখানে পৌঁছাতে ১৮ ঘণ্টার মতো সময় লাগে।"

একই সঙ্গে কুমিল্লা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার উপর বৃষ্টিপাত হয়েছে ১২৯ মিলিমিটার। সাগরে একটি লঘুচাপ থাকলেও সেটি ভারতের অংশে অবস্থান করছে। তবে মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম বিভাগে আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এদিকে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বুধবার এক ফেসবুক পোস্টে জানান, “ত্রিপুরা ও চট্টগ্রাম বিভাগজুড়ে রাতভর ১০০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে কুমিল্লা, ফেনী ও আশপাশের জেলাগুলোর নদীর পানি হঠাৎ করে বেড়ে যেতে পারে এবং বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।”

বন্যার সম্ভাবনা মাথায় রেখে জেলা প্রশাসন ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া জানিয়েছেন, “জেলায় ৫৮৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। মজুত রয়েছে পর্যাপ্ত শুকনো খাবার ও জিআর চাল।”

কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির আহমেদ জানান, “আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে সবাইকে সতর্ক থাকতে হবে। চরে বসবাসরত মানুষদের নিরাপদে সরিয়ে নিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

স্থানীয়রা বলছেন, গত বছর বন্যায় ঘরবাড়ি ভেসে যাওয়ার অভিজ্ঞতা এখনও টাটকা। এবারও গোমতীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় তারা আশঙ্কায় রয়েছেন।

পরিস্থিতির উন্নতি বা অবনতি নির্ভর করছে আগামী ২৪ ঘণ্টার বৃষ্টিপাত ও উজানের পানির গতিপথের উপর।

/আশিক


কার্গো ভিলেজে আগুন: ক্ষতির আশঙ্কা বিলিয়ন ডলার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৮ ২১:২০:০৮
কার্গো ভিলেজে আগুন: ক্ষতির আশঙ্কা বিলিয়ন ডলার
ছবিঃ সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা ভয়াবহ আগুনে এক বিলিয়ন ডলারের (১০ হাজার কোটি টাকারও বেশি) বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএইএবি) সভাপতি কবির আহমেদ। তিনি বলেন, “এয়ার এক্সপ্রেস ইউনিট পুরোপুরি পুড়ে গেছে।”

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি সাংবাদিকদের এই আশঙ্কার কথা জানান। এভিয়েশন বিশেষজ্ঞরা এই অগ্নিকাণ্ডের জন্য অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির চিত্র

শনিবার দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, সেনা, বিমান, নৌবাহিনী ও বিজিবি কাজ করছে।

দাহ্য পদার্থ: কুরিয়ারের মাস্টার ইয়ার কোম্পানির সিএনএফ এজেন্ট মো. রোকন মিয়া বলেন, ‘স্কাই লাউঞ্জে কেমিক্যাল, ফেব্রিক, মেশিনারিজসহ সব ধরনের মালামাল রাখা হয়। আমাদের ধারণা, কেমিক্যাল থেকেই আগুন লেগেছে।’

বিস্ফোরক: আমদানি সেকশনে কাজ করা সোহেল মিয়া জানান, আগুন লাগার স্থানটি ছিল আট নম্বর গেটের সঙ্গে লাগানো কুরিয়ার সার্ভিসের গোডাউন, যেখানে বিস্ফোরকদ্রব্যও রাখা হতো। তিনি বলেন, “বিস্ফোরকদ্রব্যের গোডাউনে আগুন লেগেছে। সেখানে রাখা বিস্ফোরকদ্রব্যগুলো বিকট আওয়াজ করে ফুটছিল।”

ব্যবসায়ীদের হতাশা: সিএনএফ-এর এক কর্মচারী বলেন, “কার্গোর সব কাপড়চোপড় ও কেমিক্যাল পুড়ে ছাই হয়ে গেছে। আগামী দুই তিন মাস হয়তো আমরা কোনো কাজই করতে পারব না।” দুপুরে নামানো তামিম এক্সপ্রেস লিমিটেডের আড়াই টন আমদানি করা গার্মেন্টস পণ্যও পুড়ে ছাই হওয়ার শঙ্কা রয়েছে।

বিমান চলাচল ও ভোগান্তি

আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ উড্ডয়নের অপেক্ষায় থাকা উড়োজাহাজ নিরাপদে সরিয়ে নেয় এবং সব ধরনের বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

ফ্লাইটের গতি পরিবর্তন: ঢাকামুখী ৮টি ফ্লাইট চট্টগ্রামে এবং একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।


ঢাকার বিমানবন্দর অচল: ভয়াবহ আগুনে পুড়ছে কার্গো ভিলেজ, ৫ ঘণ্টায়ও নেভেনি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৮ ১৯:৪৮:০২
ঢাকার বিমানবন্দর অচল: ভয়াবহ আগুনে পুড়ছে কার্গো ভিলেজ, ৫ ঘণ্টায়ও নেভেনি
ছবিঃ সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে লাগা এই আগুন পাঁচ ঘণ্টাতেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। এই অগ্নিকাণ্ডের কারণে দেশের প্রধান বিমানবন্দরটিতে সব ধরনের বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঢাকা নামতে না পারা ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরে যাচ্ছে।

অগ্নিনির্বাপণে রোবট ও সামরিক বাহিনী

আজ দুপুর আড়াইটার দিকে কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন দ্রুত ছড়াতে থাকায় তা নিয়ন্ত্রণে আনতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

উদ্ধার অভিযান: ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

প্রযুক্তি ব্যবহার: ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের জন্য ‘রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট’ ব্যবহার করছে। এই রোবট মানুষের সাহায্য ছাড়াই খুব কাছ থেকে আগুনে পানি নিক্ষেপ করতে সক্ষম।

সামরিক সহযোগিতা: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া তথ্য অনুযায়ী, কার্গো সেকশনের আগুন নেভাতে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন।

আহত: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক মো. আশিকউজ্জামান জানান, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রায় এক হাজার আনসার সদস্য উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করছেন। কর্তব্যরত অবস্থায় এখন পর্যন্ত ২৫ জন আনসার সদস্য আহত হয়েছেন।

ফ্লাইট ও দুর্ভোগ

আগুনের কারণে বিমানবন্দরের আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে, যা পাঁচ থেকে ছয় কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছে।

ফ্লাইটের গতিপথ পরিবর্তন: অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নয়টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে অন্য বিমানবন্দরে চলে গেছে। এর মধ্যে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটটি এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট অবতরণ করেছে।

যে অংশে আগুন লেগেছে সেখানে আমদানি করা পণ্য মজুত রাখা হয়। কীভাবে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ জানাতে পারেনি।


সিইসি: ‘বিগত দিনের মতো নির্বাচন হবে না, হবে সম্পূর্ণ আলাদা’

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৮ ১৮:৫৪:০১
সিইসি: ‘বিগত দিনের মতো নির্বাচন হবে না, হবে সম্পূর্ণ আলাদা’
ছবিঃ সংগৃহীত

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এই নির্বাচন হবে সম্পূর্ণ আলাদা একটি নির্বাচন।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে তিনি বরিশাল বিভাগ এবং জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা করেন।

নির্বাচন, প্রতীক ও নিষেধাজ্ঞা

নির্বাচনের সময়: সিইসি বলেন, “নির্বাচন আগামী রমজানের আগে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। সেটা করতে হলে দুমাস আগে তপশিল দিতে হবে। সে হিসেবে এ বছর ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করতে হবে। সে লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি।” তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, বিগত দিনের মতো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনাই নেই।

শাপলা প্রতীক: এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের কিছু আইন আছে, নীতিমালা আছে, সেখানে শাপলা প্রতীক নেই। আমরা আগেও বলেছি—আবার বলছি এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই।”

আওয়ামী লীগের অংশগ্রহণ: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “নিষিদ্ধ দল ততদিন পর্যন্ত নির্বাচনে আসতে পারবে না, যতদিন না পর্যন্ত তাদের বিচার সম্পন্ন হয়। তবে তাদের সমর্থকরা ভোট দিতে পারবে।”

বরিশাল সার্কিট হাউসের সেমিনার রুমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসার।


আগুন নিয়ন্ত্রণে ব্যর্থতা: বাড়ছে আগুনের তীব্রতা,সরিয়ে নেওয়া হচ্ছে বিমান

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৮ ১৬:৩৭:৫৯
আগুন নিয়ন্ত্রণে ব্যর্থতা: বাড়ছে আগুনের তীব্রতা,সরিয়ে নেওয়া হচ্ছে বিমান
ছবিঃ সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। বিমানগুলো টেনে আগুনের কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

উদ্ধার অভিযান ও স্থগিত ফ্লাইট

ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিটসহ মোট ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

বিমানের নিরাপত্তা: সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো টেনে আগুনের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে।

ফ্লাইট স্থগিত: বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে।

তদন্ত: ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের উৎস শনাক্তে কাজ চলছে এবং আশপাশের এলাকা নিরাপত্তাবেষ্টনীতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


৪ দফা দাবিতে আন্দোলনে নামছেন ফেল করা শিক্ষার্থীরা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৮ ১৫:২০:৩৭
৪ দফা দাবিতে আন্দোলনে নামছেন ফেল করা শিক্ষার্থীরা
ছবিঃ সংগৃহীত

সদ্য প্রকাশিত ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে নজিরবিহীন ধসের প্রতিবাদে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন অকৃতকার্য ও আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীরা। তাদের প্রধান চার দফা দাবিতে আগামী রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গণজমায়েত করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার চালানো হচ্ছে।

ফল বিপর্যয়ের চিত্র

সর্বনিম্ন পাস: চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ, যা গত ২১ বছরে সর্বনিম্ন। এর আগে ২০০৪ সালে পাসের হার ছিল ৪৭.৭৪ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তিসহ ফলের সব সূচকেই এবার ব্যাপক ধস নেমেছে।

বিভাগভিত্তিক পতন: কুমিল্লা বোর্ডে সবচেয়ে কম পাসের হার দেখা গেছে (৪৮.৮৬ শতাংশ)। কারিগরি বোর্ডে পাসের হার কমেছে ২৬ শতাংশেরও বেশি। মানবিক বিভাগে পাসের হার সবচেয়ে কম, মাত্র ৪৮.২৩ শতাংশ।

শিক্ষার্থীরা মনে করছেন, এই অস্বাভাবিক ফল বিপর্যয়ের কারণে অসংখ্য শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

শিক্ষার্থীদের ৪ দফা দাবি

শিক্ষার্থীরা এই ফল বিপর্যয়ের প্রতিকার চেয়ে চারটি প্রধান দাবি উত্থাপন করেছেন:

১. সাপ্লিমেন্টারি পরীক্ষা: ফল খারাপ হওয়া শিক্ষার্থীদের জন্য দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন করা।

২. খাতা পুনর্মূল্যায়ন: বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে কেবল খাতা পুনর্নিরীক্ষণ নয়; বরং খাতার পূর্ণাঙ্গ পুনর্মূল্যায়ন করা এবং ১০০ নম্বরের সকল অংশ (এমসিকিউ, সিকিউ, প্র্যাকটিক্যাল) রিচেক করা।

৩. নম্বর বিভাজন প্রদর্শন: ফেল করা বিষয়ের নম্বর সকল অংশসহ (এমসিকিউ, সিকিউ, প্র্যাকটিক্যাল) আলাদাভাবে মার্কশিটে প্রদর্শন করা।

৪. সম্মিলিত পাস: সিকিউ ও এমসিকিউ মিলিয়ে সম্মিলিতভাবে পাশের ব্যবস্থা চালু করা।

আন্দোলনের মূল আয়োজকদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৮ ১৫:১৫:০৩
শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন
ছবিঃ সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। তবে আগুন লাগলেও বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কার্গো ভিলেজের এই অংশে সাধারণত আমদানি করা পণ্য মজুত রাখা হয়।

উদ্ধার কাজ ও তৎপরতা

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এই তথ্য নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীসহ বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা কাজ করছেন।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।


এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ: ৩ দফা দাবিতে হাইকোর্টের সামনে সড়ক অবরোধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৮ ১৪:১৫:২৫
এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ: ৩ দফা দাবিতে হাইকোর্টের সামনে সড়ক অবরোধ
ছবিঃ সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে ‘কালো পতাকা মিছিল’ করেছেন। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় জাতীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে হাইকোর্টের সামনে কদম ফোয়ারা সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন।

শিক্ষক-কর্মচারীদের প্রধান দাবিগুলো হলো:

১. বাড়ি ভাড়া ভাতা: মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়া। (বর্তমানে মাত্র ৫% অথবা ন্যূনতম ২০০০ টাকা প্রস্তাবিত)।

২. চিকিৎসা ভাতা: ৫০০ টাকা থেকে ১,৫০০ টাকা করা।

৩. উৎসব ভাতা: মূল বেতনের ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত বাড়ানো।

৪. জাতীয়করণ: সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা।

আন্দোলনকারীদের একটি অংশ শহীদ মিনারে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। তারা শিক্ষা উপদেষ্টা প্রস্তাবিত বাড়ি ভাড়া ভাতা মাত্র ৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা বাতিল করে চূড়ান্ত দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

নতুন কর্মসূচি ও সংহতি

শিক্ষক নেতারা ঘোষণা করেছেন, আগামীকাল রোববার (১৯ অক্টোবর) তারা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন। এর আগে আন্দোলন চলাকালীন তারা কর্মবিরতি, লংমার্চ এবং সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করেছেন।

মিছিলে সংহতি প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।


চট্টগ্রাম সিইপিজেডের কারখানায় আগুনে ১০৫০ শ্রমিককে নিরাপদে উদ্ধার করল অ্যালার্ম!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৬ ২১:১৬:১৯
চট্টগ্রাম সিইপিজেডের কারখানায় আগুনে ১০৫০ শ্রমিককে নিরাপদে উদ্ধার করল অ্যালার্ম!
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কারখানা থেকে ১০৫০ জন শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সিইপিজেড কর্তৃপক্ষের অতিরিক্ত নির্বাহী পরিচালক আশেক মুহাম্মদ শাহাদাৎ হোসেন জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেন।

অগ্নিকাণ্ড ও উদ্ধার কাজ

সিইপিজেড কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাডামস ক্যাপে ১ হাজার ৫০ জন শ্রমিক নিয়োজিত ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এবং শ্রমিকরা দ্রুত ভবনটি থেকে বেরিয়ে যান।

নিরাপত্তা: অতিরিক্ত নির্বাহী পরিচালক বলেন, “আগুন প্রথমে ওপরের তলায় লাগার কারণে শ্রমিকরা দ্রুত এবং নিরাপদে বের হয়ে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

নিয়ন্ত্রণে ব্যর্থতা: ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে এবং আশপাশের ভবনগুলোকে রক্ষার চেষ্টা করছে। ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, সিইপিজেডের অভ্যন্তরের পুকুর থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

উৎপাদিত পণ্য: কারখানাটিতে ক্যাপ, তোয়ালে ও মেডিকেল গাউন তৈরি হতো।


সিইপিজেডে আগুন: ৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, বাড়ছে ঝুঁকি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৬ ২০:৪৪:০৫
সিইপিজেডে আগুন: ৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, বাড়ছে ঝুঁকি
ছবি : কালবেলা

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) একটি ভবনে চিকিৎসা সরঞ্জাম তৈরির কারখানায় লাগা ভয়াবহ আগুন চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে যোগ দিয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনীর ইউনিট। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামের ওই কারখানায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আগুন ও উদ্ধার অভিযান

শেষ খবর পাওয়া পর্যন্ত নগরীর সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদের মোট ১৫টি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া নৌবাহিনীর ৪টি ইউনিট এবং ইপিজেড, সিইপিজেডে নিয়মিত সেনাবাহিনীর দল আগুনকবলিত এলাকায় উপস্থিত রয়েছে।

উদ্ধার: আগুনকবলিত কারখানা থেকে অন্তত ২০-২৫ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। কারখানায় মোট ৭০০ শ্রমিক কাজ করেন।

ছড়িয়ে পড়া: চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, আটতলা ভবনটির ষষ্ঠ, সপ্তম ও অষ্টম তলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তিনি জানান, আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি এবং ভেতরে ঢোকা কঠিন।

দাহ্য বস্তু: ফায়ার সার্ভিসের ধারণা, কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকতে পারে। আগুন লাগার সূত্রপাত সম্পর্কে এখনও কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

উদ্বেগ ও নিরাপত্তা

সিইপিজেড সূত্র জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়েছে এবং কারো হতাহত হওয়ার আশঙ্কা নেই। চারপাশে ছড়িয়ে পড়েছে ঘন কালো ধোঁয়া। আগুনকবলিত ভবনটির চারপাশ ঘিরে পুলিশ, সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন, যাতে অহেতুক লোকজন ভিড় না করে।

জি হং মেডিকেল কোম্পানির শ্রমিক মোছাম্মত শিপা বলেন, “যে জায়গা থেকে আগুনের সূত্রপাত, সেখানে সাধারণত নারীদের যাওয়া নিষেধ।” তিনি দুপুরে খাওয়ার পর ‘আগুন, আগুন’ বলে চিৎকার শুনে নিচে নেমে আসেন। ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া বলেন, হুড়োহুড়ি করে নারীদের নামতে দেখা গেছে, তবে গুরুতর কেউ আহত হননি।

পাঠকের মতামত: