রাজনীতির পথে জাহ্নবী কাপুর: তাহলে কি নতুন পরিচয়?

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৩ ২২:২১:৪৬
রাজনীতির পথে জাহ্নবী কাপুর: তাহলে কি নতুন পরিচয়?

সত্য নিউজ:মাত্র সাত বছরের অভিনয় ক্যারিয়ারে বলিউডে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন জাহ্নবী কাপুর। শ্রীদেবী-কন্যা হিসেবে তার অভিষেক ২০১৮ সালের ‘ধড়ক’ ছবি দিয়ে। এরপর ‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’, ‘মিলি’, ‘বাওয়াল’-এর মতো ছবিতে অভিনয় করলেও নিজের যোগ্যতা নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে দ্বিধা থেকেই গেছে। তবে এবার ভিন্ন পথে ভাবনা শুরু করেছেন তিনি। রাজনীতিতে আসার ইঙ্গিত দিলেন এই অভিনেত্রী—আর তা এসেছে সরাসরি কান চলচ্চিত্র উৎসব থেকে ফেরার পর!

কান ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে নীরজ ঘেয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’, যেখানে ‘সুধা’ চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। ছবির প্রিমিয়ারে তার পোশাক ও উপস্থিতি যেমন আলোচনায় ছিল, তেমনি প্রশংসিত হয়েছে তার অভিনয়ও।

জাহ্নবী জানান, নীরজ ঘেয়ানের সঙ্গে কাজ করে তার দৃষ্টিভঙ্গি আমূল বদলে গেছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন,

“নীরজ স্যার আমাকে এমন অনেক বিষয়ে ভাবতে শিখিয়েছেন, যা আমি আগে কখনো গভীরভাবে ভাবিনি। আমি কোন সমাজে বাস করছি, আমাদের বাস্তবতা কেমন—এসব বিষয় নিয়ে চিন্তা করতে বাধ্য করেছেন তিনি।”

এই কাজের অভিজ্ঞতা তাকে রাজনীতি, ইতিহাস ও সমাজচিন্তার দিকেও আগ্রহী করে তুলেছে বলে জানান জাহ্নবী। “এই বিষয়গুলো সবসময়েই আমার আগ্রহের জায়গা ছিল, কিন্তু এবার যেন তা আরও স্পষ্টভাবে অনুপ্রাণিত করছে আমাকে,”—বলেছেন তিনি।

পরিচালক নীরজ ঘেয়ানের নেতৃত্বে কাজের পরিবেশ এতটাই মানবিক ছিল যে, সেটের প্রতিটি কলাকুশলীর নাম মনে রাখতেন তিনি, এবং সকলকে সমান সম্মান দিতেন। এই বিষয়টি জাহ্নবীর মনে গভীর প্রভাব ফেলে। তিনি বলেন, “এই অভিজ্ঞতা আমাকে নেতৃত্বের অর্থ বোঝাতে সাহায্য করেছে। আমি এখন বুঝতে পারি, রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, বরং মানবিকতা, শ্রদ্ধা ও দায়িত্বের বহিঃপ্রকাশ।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ