বিগত তিন নির্বাচন নিয়ে প্রশংসাকারী পর্যবেক্ষকদের আসন্ন নির্বাচনে আমন্ত্রণ নয়: সিইসি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ১৩:৫৮:৪৮
বিগত তিন নির্বাচন নিয়ে প্রশংসাকারী পর্যবেক্ষকদের আসন্ন নির্বাচনে আমন্ত্রণ নয়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিগত তিনটি নির্বাচন নিয়ে ইতিবাচক মন্তব্য করা বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হবে না।

মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কানাডার রাষ্ট্রদূত অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সিইসি জানান, "ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) বিভিন্ন দেশ আগ্রহ প্রকাশ করে আমাদের কাছে পর্যবেক্ষণের অনুমতির জন্য চিঠি দিয়েছে। তবে আমরা এমন কিছু পর্যবেক্ষককে আমন্ত্রণ জানাব না, যারা পূর্ববর্তী তিনটি নির্বাচন নিয়ে 'ভালো সার্টিফিকেট' দিয়েছেন।"

তিনি বলেন, “কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে আমাদের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভোটারদের মধ্যে সচেতনতা তৈরিতে কী ধরনের প্রচারণা চালানো হবে, সেই পরিকল্পনাও তুলে ধরা হয়েছে। এছাড়া, প্রশিক্ষণ কার্যক্রমের বিষয়েও তাকে জানানো হয়েছে।”

সিইসি আরও বলেন, "রাষ্টদূত চেয়েছেন আমরা যেন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করি। এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) অপব্যবহার সম্পর্কেও আলোচনা হয়েছে। এ বিষয়ে তারা পরামর্শ দেবেন বলেও জানিয়েছেন।"

নাসির উদ্দিন বলেন, "বর্তমান নির্বাচন কমিশনের অঙ্গীকারে কানাডা সন্তুষ্ট। তারা সুষ্ঠু নির্বাচনের জন্য সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এমনকি ব্যালট প্রকল্পেও তারা আমাদের পাশে থাকতে পারেন।"

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

জামালপুরে প্রতিদিন মিলবে ৫০ লাখ ঘনফুট গ্যাস

জামালপুরে প্রতিদিন মিলবে ৫০ লাখ ঘনফুট গ্যাস

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্যাস অনুসন্ধান কূপ 'জামালপুর-১'-এ বাণিজ্যিকভাবে উৎপাদনযোগ্য গ্যাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড... বিস্তারিত