জামায়াত আমিরের শাশুড়ির ইন্তেকাল, বনানীতে দাফন সম্পন্ন

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৭ ১৮:৩৭:০৯
জামায়াত আমিরের শাশুড়ির ইন্তেকাল, বনানীতে দাফন সম্পন্ন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শাশুড়ি, পরহেজগার ও সদয় ব্যবহারে পরিচিত আয়শা আহমাদ বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার (৬ জুলাই) রাত ১০টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি পাঁচ পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুমার নামাজে জানাজা সোমবার (৭ জুলাই) বাদ জোহর রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডস্থ মাসজিদ-ই-বাইতুল ফিরদাউসে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন আয়শা আহমাদের জ্যেষ্ঠ পুত্র লেফটেন্যান্ট কর্নেল (অব.) মতলুব আহমেদ।জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয় বনানী সামরিক কবরস্থানে, বিকেল সাড়ে তিনটায়।

জানাজায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দসহ দুই মহানগরীর বিভিন্ন স্তরের নেতাকর্মী, মরহুমার আত্মীয়-স্বজন এবং অসংখ্য সাধারণ মুসল্লি অংশ নেন। উপস্থিত ছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলসহ আরও অনেকে।

মরহুমার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি এক শোকবাণীতে বলেন, “আয়শা আহমাদ ছিলেন একজন পরহেজগার, ধর্মপরায়ণ ও গুণী নারী। তিনি ইসলামী আন্দোলনের একজন আত্মনিবেদিত শুভাকাঙ্ক্ষী হিসেবে নীরবে অনেক খেদমত করে গিয়েছেন। কোমল হৃদয়, সদয় ব্যবহার এবং সহজে মানুষের মন জয় করার ক্ষমতা ছিল তাঁর বিশেষ গুণ।”

শোক প্রকাশ করেছেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানও। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আয়শা আহমাদ একজন ধর্মপরায়ণ নারী হিসেবে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত পরিবার ও সমাজে মানবিক মূল্যবোধ ও ধর্মীয় আদর্শ লালন করেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তাঁর আত্মার মাগফিরাত ও পরিবারের জন্য ধৈর্য ও শান্তি কামনা করা হচ্ছে।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ