বরগুনায় ট্রাফিক মামলায় ক্ষুব্ধ চালক নিজের মোটরসাইকেলে আগুন দিলেন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১৮:৩১:১১
বরগুনায় ট্রাফিক মামলায় ক্ষুব্ধ চালক নিজের মোটরসাইকেলে আগুন দিলেন

বরগুনা পৌরশহরের জিরো পয়েন্ট এলাকায় ট্রাফিক পুলিশের দেওয়া মামলায় ক্ষিপ্ত হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন এক চালক। পরে নিজের ভুল বুঝে ক্ষমা চাইলে পুলিশ তাকে ছেড়ে দেয়।

রোববার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল।

আগুন লাগানো মোটরসাইকেলচালক নজরুল ইসলাম বরগুনা পৌর এলাকার উকিলপট্টির বাসিন্দা। তিনি ভাড়ায়চালিত মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নজরুল ইসলাম মোটরসাইকেল নিয়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে যাওয়ার সময় দায়িত্বরত ট্রাফিক সার্জন শাহাবুদ্দিন তাকে থামান এবং কাগজপত্র দেখতে চান। নজরুল জানান, তার স্ত্রী ডেঙ্গু আক্রান্ত এবং তিনি কাগজ আনতে বাসায় যাচ্ছেন। পরে কাগজ আনলেও হেলমেট না থাকায় তাকে মামলা দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

দ্রুত পার্শ্ববর্তী দোকান থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মোটরসাইকেলটিকে থানায় নেওয়া হয় এবং নজরুল ইসলামকে আটক করে পুলিশ সুপারের কাছে হাজির করা হয়।

ট্রাফিক সার্জন শাহাবুদ্দিন বলেন, “হেলমেট না থাকায় তাকে মামলা দেওয়া হয়। কাগজ দেখানোর জন্য সময় দেওয়া হয়েছিল, কাগজ দেখে সে বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল বলেন, “নজরুল একজন রেন্ট-এ-কার চালক। স্ত্রী অসুস্থ এবং সে নিজের ভুল বুঝে ক্ষমা চেয়েছে। তাই আমরা তাকে ওয়ার্ড কমিশনারের জিম্মায় ছেড়ে দিয়েছি। তার মোটরসাইকেলটিও তেমন ক্ষতিগ্রস্ত হয়নি।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ