জুলাই অভ্যুত্থানে শহিদ নারী ও শিশুদের স্মৃতি ভুলে যাওয়া যাবে না: উপদেষ্টা শারমিন এস মুরশিদ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১৬:০৩:১৬
জুলাই অভ্যুত্থানে শহিদ নারী ও শিশুদের স্মৃতি ভুলে যাওয়া যাবে না: উপদেষ্টা শারমিন এস মুরশিদ

সামাজিক কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, ২০২৪ সালের শিক্ষার্থীনেতৃত্বাধীন জুলাই অভ্যুত্থানে নারী ও শিশুদের আত্মদান জাতি চিরকাল স্মরণে রাখবে। স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতনে এই অভ্যুত্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, আর এই যুদ্ধে শহিদ হওয়া নারীদের ত্যাগ ও সাহসিকতা ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।

আজ (শনিবার) নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার মিজমিজি এলাকায় শহিদ গৃহবধূ সুমাইয়া এবং নয়ামাটিতে গুলিবিদ্ধ হয়ে নিহত শিশু রিয়া গোপের বাড়ি পরিদর্শনে যান উপদেষ্টা শারমিন। সেখানে তিনি শহিদ পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, “জুলাই বিপ্লবে নারী ও শিশুদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। তাদের আত্মত্যাগের স্মৃতি যেন কখনও বিস্মৃত না হয়—এই লক্ষ্যেই তাদের জীবনের গল্প আমরা সংরক্ষণ করব। ইতিহাসে তারা চিরস্মরণীয় হয়ে থাকবেন।”

নারী ও শিশু বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালনকারী শারমিন আরও জানান, শহিদদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে রাষ্ট্র ইতোমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছে। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া সেই প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন বলে তিনি জানান।

শারমিন বলেন, “আমি পরিবারগুলোর সঙ্গে কথা বলেছি। তাদের বেদনা, সংগ্রাম ও জীবনের বাস্তবতা জানার চেষ্টা করেছি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় যতদূর সম্ভব, আমি তাদের পাশে থাকব এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করব।”

এ সময় তাঁর সঙ্গে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকও ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে দেশের তরুণ সমাজের নেতৃত্বে একটি গণঅভ্যুত্থান ঘটে, যেখানে বহু নারী ও শিশু নির্মমভাবে নিহত হন। রাষ্ট্র এখন সেই আত্মদানকে স্মরণ করছে যথাযোগ্য মর্যাদায়।

-সুত্র বি এস এস

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ