"সদস্য ফরম যেন না যায় আ'লীগের হাতে"

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১২:০১:২৮
"সদস্য ফরম যেন না যায় আ'লীগের হাতে"

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার (৬ জুলাই) সকালে উপজেলার কুরর্কী গ্রামে একটি অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ নেতা মো. জাহিদ মোল্লা। তিনি নিজেই সদস্য ফরম সংগ্রহের মাধ্যমে কার্যক্রমটির সূচনা করেন, যা নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, সহ-সভাপতি শহিদ তালুকদার ও বাবুল আক্তার বকুল সিকদার, দপ্তর সম্পাদক রেজাউল করিম মুন্সী, উপজেলা যুবদলের সভাপতি আরমান হোসেন হাবিব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল কাদের মোল্লা, এবং খাষকাউলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আলামিন মোল্লা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তব্য পর্বে সাবেক সভাপতি জাহিদ মোল্লা বলেন, “বেগম খালেদা জিয়ার সুদৃঢ় নেতৃত্ব ও তারেক রহমানের দূরদর্শিতা আমাদের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। এদেশের মাটি ও মানুষের সঙ্গে বিএনপির যে সম্পর্ক, তা কোনো স্বৈরাচার বা দমন-পীড়নের মাধ্যমে শেষ করা যাবে না।” তিনি বলেন, “গত ১৭ বছর জনগণ আমাদের পাশে থেকেছে বলেই আমরা সংগ্রামে অবিচল থাকতে পেরেছি। এই সদস্য নবায়ন কার্যক্রমের মাধ্যমে দল আরও শক্তিশালী হয়ে উঠবে।”

তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমাদের সদস্য ফরম যেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর হাতে না পড়ে এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।” বক্তব্যে তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা রোডম্যাপকে ‘আগামী বাংলাদেশের ভবিষ্যৎ নকশা’ হিসেবে অভিহিত করেন এবং বলেন, “জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই প্রকৃত অর্থে জনগণের পাশে দাঁড়াতে পারে, নিযুক্তদের পক্ষে তা সম্ভব নয়।”

তিনি দলীয় তৃণমূলকে উদ্দীপ্ত করে বলেন, “নেতৃত্ব গড়ে ওঠে মাঠ থেকেই, আর সেই ভিত্তিই দলের ভবিষ্যৎ। যারা জনগণের সঙ্গে নেই, তারাই আজ বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত।”

আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে নতুন ও নবায়নকৃত সদস্য ফরম জাহিদ মোল্লার হাতে তুলে দেন সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ। দলীয় সূত্রে জানা গেছে, এ কার্যক্রম ধারাবাহিকভাবে ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারিত হবে এবং আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সংগঠনকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

চৌহালীতে এ কর্মসূচি শুধু সদস্য সংগ্রহ নয়, বরং এটি বিএনপির সাংগঠনিক পুনর্জাগরণ, তৃণমূলে গণভিত্তি পুনর্গঠন এবং আগামী দিনের আন্দোলনের পূর্বপ্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ