‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার ৭ জুলাই, শহীদের স্মৃতিতে নির্মিত প্রামাণ্যচিত্র সকলের জন্য উন্মুক্ত

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১০:৪৬:৪৯
‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার ৭ জুলাই, শহীদের স্মৃতিতে নির্মিত প্রামাণ্যচিত্র সকলের জন্য উন্মুক্ত

বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ইতিহাসে আলোড়ন সৃষ্টিকারী ‘জুলাই গণবিদ্রোহ’-এর পটভূমিতে নির্মিত প্রামাণ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’–এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ জুলাই, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে, বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ বিশেষ প্রদর্শনীর মাধ্যমে জাতির এক অনবদ্য ও বেদনাবিধুর অধ্যায়কে চিত্রায়িত করার প্রয়াস নেওয়া হয়েছে। এ উপলক্ষে মন্ত্রণালয় থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মো. মাহফুজ আলম অনুষ্ঠানটির সূচনা বক্তব্য প্রদান করবেন।

প্রিমিয়ার অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন খাতের উপদেষ্টাবৃন্দ। আইন বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান, সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া—তাঁরা সবাই থাকবেন অতিথি হিসেবে। এছাড়াও উপস্থিত থাকবেন শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা শামসী আরা জামান, যাঁর উপস্থিতি এই প্রদর্শনীতে এক আবেগঘন মাত্রা যোগ করবে।

‘শ্রাবণ বিদ্রোহ’ শিরোনামের এই প্রামাণ্যচিত্রে উঠে এসেছে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণবিক্ষোভ ও শহীদদের আত্মত্যাগের নানা অনুপুঙ্খ, যা বাংলাদেশের রাজনৈতিক চেতনাকে নতুন করে নাড়া দিয়েছিল। রাষ্ট্রীয় সহিংসতার বিরুদ্ধে সাধারণ জনগণের প্রতিবাদ, তরুণদের আত্মবলিদান, গণমাধ্যমের ভূমিকাসহ নানা দিক উঠে এসেছে এ ডকুমেন্টারিতে।

প্রিমিয়ার শোটি সবার জন্য উন্মুক্ত, ফলে আগ্রহী দর্শকরা যেকেউ এসে অংশ নিতে পারবেন এ গুরুত্বপূর্ণ স্মারক প্রদর্শনীতে।

সুত্র বি এস এস

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ