পিনাকীর স্ট্যাটাসে সাবেক মন্ত্রী নওফেলের পতনের ছবি ভাইরাল

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ১৮:১৯:২১
পিনাকীর স্ট্যাটাসে সাবেক মন্ত্রী নওফেলের পতনের ছবি ভাইরাল

আওয়ামী সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল-এর একটি সম্প্রতি প্রকাশিত ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক ও লেখক পিনাকী ভট্টাচার্য এই ছবি ঘিরে তীব্র ব্যঙ্গ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যা নওফেলের অতীত ও বর্তমান অবস্থার একটি দৃশ্যমান তুলনামূলক চিত্র তুলে ধরেছে।

স্ট্যাটাসে পিনাকী লেখেন, “বেচারা তো কাদের যেন ঘাড় মটকে দিতে চেয়েছিল। এখন মনে হচ্ছে, নিজেরই ঘাড় মটকে গেছে।” তিনি আরও মন্তব্য করেন, “ওপরের ছবিটা হাসিনার মন্ত্রী থাকার সময়ের, নিচেরটা পলায়নের বর্ষপূর্তির সময়ের। বাকশালিরা যে কেমন শান্তিতে থাকে, এটা ছবি দেখেই বোঝা যায়। ব্রাভো দেশবাসী! বাকশালিদের দৌড়ানি দেওয়ার জন্য!”

নওফেলের দুটি ছবি একটি ক্ষমতার শিখরে থাকাকালীন গ্ল্যামার ও আত্মবিশ্বাসের, অপরটি তার পলায়নপর জীবনের ক্লান্ত ও বিধ্বস্ত চেহারার একসঙ্গে দেখে দেশবাসীর অনেকেই নতুন করে আলোচনা শুরু করেছেন ২০২৪ সালের ক্ষমতাচ্যুতি এবং পরে ঘটে যাওয়া সামাজিক ও রাজনৈতিক পুনর্গঠনের নানা মাত্রা নিয়ে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর মহিবুল হাসান নওফেল গা-ঢাকা দেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার, এবং দুর্নীতির মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। তার নাম ‘প্রত্যাশিত শীর্ষ দুর্নীতিবাজদের তালিকা’তেও রয়েছে, যা দেশের চলমান শুদ্ধি অভিযানে গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে।

ছবিটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আরও তীব্র আলোচনায় উঠে এসেছে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের পতনের ধারাবাহিক চিত্র। সাংবাদিক আনিস আলমগীর, লেখক তুষার আবদুল্লাহ এবং সমাজকর্মী উমামা ফাতেমা তিনজনই পোস্টের মন্তব্যে বা নিজেদের টুইটে আলোচনায় এনেছেন “জুলাই চেতনার ভাঙন”, “চেতনাবাজদের বাস্তবতা”, এবং “অযোগ্য উপদেষ্টাদের নিয়োগকেই পতনের মূল কারিগর” হিসেবে।

অনেকেই বলছেন, এই চিত্র নওফেল-নির্ভর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি বৃহৎ রাজনৈতিক পট পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে যেখানে এক সময়ের দম্ভ আর আধিপত্য আজ স্মরণীয় হয়ে আছে ব্যর্থতা, বিচ্যুতি ও জনবিচ্ছিন্নতার প্রতিফলন হিসেবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ