বলিউড

বলিউড থেকে হলিউড: দীপিকা পাড়ুকোনের বিজয়ের মহাকাব্য

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ১১:৫৫:৩৬
বলিউড থেকে হলিউড: দীপিকা পাড়ুকোনের বিজয়ের মহাকাব্য

ভারতের গর্ব দীপিকা পাড়ুকোন আবারও বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করলেন। হলিউড চেম্বার অব কমার্স ২০২৬ সালের জন্য ‘মোশন পিকচার’ ক্যাটাগরিতে তাকে সম্মানিত করতে যাচ্ছে হলিউড ওয়াক অব ফেম–এর একটি তারা (star) দিয়ে। সরাসরি সম্প্রচারিত এক ঘোষণায় এই খবর প্রকাশ পায়, যেখানে দীপিকা একমাত্র ভারতীয় হিসেবে মনোনীত হয়েছেন। তার সঙ্গে নাম রয়েছে এমিলি ব্লান্ট, টিমোথি শ্যালামেট, রেমি মালেক, র‌্যাচেল ম্যাকআডামস, ডেমি মুরসহ বিশ্বের নামজাদা অভিনয়শিল্পীদের।

বলিউড এবং হলিউড—দুই দিকেই দীপিকার দাপট এখন স্পষ্ট। ‘পদ্মাবত’, ‘ছপাক’, ‘পাঠান’-এর মতো সামাজিক ও বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রের পাশাপাশি হলিউডে ‘xXx: Return of Xander Cage’-এর মাধ্যমে আন্তর্জাতিক দর্শকের মনও জয় করেছেন। এখন তিনি কেবল ভারতীয় সিনেমার তারকা নন, বরং গ্লোবাল আইকন।

এই আন্তর্জাতিক স্বীকৃতি কেবল দীপিকার ব্যক্তিগত অর্জন নয়, বরং ভারতীয় বিনোদনশিল্পের একটি সম্মানজনক প্রতিনিধিত্ব। হলিউড ওয়াক অব ফেমে তার নাম যুক্ত হওয়া মানে ভারতীয় সিনেমার প্রতি বিশ্বজনীন স্বীকৃতি আরও একধাপ এগিয়ে যাওয়া।

এর আগেও দীপিকা পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি—২০১৮ সালে টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছিলেন এবং টাইম ১০০ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছিলেন। শুধু তা-ই নয়, ২০২২ সালের কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ফাইনালে ইতিহাস গড়ে তিনি উন্মোচন করেছিলেন বিশ্বকাপ ট্রফি, যা কোনো ভারতীয় অভিনেত্রীর জন্য ছিল প্রথমবার।

দীপিকার ঝুলিতে রয়েছে আরও অনেক প্রথম। তিনি লুই ভুইতঁ (Louis Vuitton) ও কার্টিয়ার (Cartier)–এর মতো বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হওয়া প্রথম ভারতীয়। এই পদক্ষেপ শুধু তারই ক্যারিয়ারের জন্য নয়, বরং অন্য ভারতীয় তারকাদের জন্যও আন্তর্জাতিক দরজা খুলে দিয়েছে।

এই মুহূর্তে দীপিকার হাতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট, যার মধ্যে অন্যতম অ্যাটলির পরিচালনায় একটি বহুল প্রতীক্ষিত সিনেমা। বক্স অফিসে লাগাতার সাফল্য, আন্তর্জাতিক ফ্যাশন জগতের স্বীকৃতি এবং সামাজিক সংবেদনশীলতায় তার অবস্থান—সব মিলিয়ে দীপিকা এখন শুধু একজন অভিনেত্রী নন, বরং এক অনুপ্রেরণার নাম।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ