সিরাজগঞ্জের তাড়াশে সম্পত্তি হাতিয়ে বৃদ্ধ বাবা-মাকে ঘরছাড়া করলেন দুই ছেলে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ১৬:০০:৫৫
সিরাজগঞ্জের তাড়াশে সম্পত্তি হাতিয়ে বৃদ্ধ বাবা-মাকে ঘরছাড়া করলেন দুই ছেলে

সন্তানের হাতে বাবা-মায়ের নিগৃহীত হওয়ার হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশে। জমি ও পুকুর লিখে নেওয়ার পর নিজেরই দুই ছেলে বৃদ্ধ দম্পতি ছানোয়ার হোসেন মণ্ডল (৬৭) ও তার স্ত্রী মোছা. মতিজান নেছাকে শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

তাদের বাড়ি তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামে। দুই ছেলে—মো. মোক্তার হোসেন মণ্ডল (৩৫) ও মো. আব্দুল মানিক মণ্ডল (৩০)।

বৃদ্ধ পিতা ছানোয়ার হোসেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন।

প্রতিবেশীদের ভাষ্যমতে, তিন বছর আগে বয়স্ক ভাতা করিয়ে দেওয়ার প্রলোভনে বৃদ্ধ দম্পতির জমি ও পুকুর নিজের নামে রেজিস্ট্রি করে নেন দুই ছেলে। এরপরই শুরু হয় আসল চেহারা দেখানো—প্রতিনিয়ত গালিগালাজ, অবহেলা ও নির্যাতন।

ছানোয়ার হোসেন জানান, সম্পত্তি হস্তান্তরের পর থেকে ছেলে ও পুত্রবধূরা নানা অজুহাতে মারধর করতে শুরু করে। তিনি ও তার স্ত্রী তিন দফায় শারীরিক নির্যাতনের শিকার হন। অবশেষে বাধ্য হয়ে আশ্রয় নেন স্ত্রীর বড় বোনের বাড়িতে। পরে ঢাকায় গিয়ে নিরাপত্তা কর্মীর কাজ নেন, কিন্তু বয়স ও অসুস্থতার কারণে ফিরে এলে আবারও ঘরে উঠতে বাঁধা দেন তারই রক্তের সন্তানরা।

মোছা. মতিজান নেছা বলেন, “এ বয়সে আর কাজ করতে পারি না। ছেলে-বউদের নির্যাতনে পাগলপ্রায় হয়ে গেছি।”

স্থানীয় ইউপি সদস্য মো. রাজিব সরকার রাজু জানান, “ঘটনাটি সত্য। একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে, কিন্তু ছেলেরা কোনো সমাধানে রাজি হয়নি।”

অভিযুক্ত মোক্তার হোসেন বলেন, “বাবা-মা নিজের ইচ্ছায় জমি দিয়েছেন। নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি।”

তবে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে ওই অসহায় দম্পতিকে সাহায্য করার বিষয়েও আমরা বিবেচনা করছি।”

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ