বউকে মারধরে শীর্ষে খুলনা-বরিশালের স্বামীরা! বলছে জরিপ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ১৬:২৫:০০
বউকে মারধরে শীর্ষে খুলনা-বরিশালের স্বামীরা! বলছে জরিপ

এটি শুধু একটি পরিসংখ্যান নয়—এটি আমাদের সমাজের নীরব অন্ধকারে লুকিয়ে থাকা চিৎকার, যেটি প্রতিনিয়ত উপেক্ষিত হয়, চাপা পড়ে যায় দেয়ালের আড়ালে।বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা দীর্ঘদিনের সামাজিক ব্যাধি। কিন্তু ২০২৪ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) পরিচালিত সর্বশেষ জরিপ যেন এই বাস্তবতাকে আরও নগ্নভাবে উন্মোচন করেছে।

প্রতিবেদন বলছে—বাংলাদেশের ৭৬ শতাংশ নারী জীবনের কোনো না কোনো সময়ে স্বামী বা সঙ্গীর হাতে শারীরিক, মানসিক, যৌন কিংবা অর্থনৈতিক সহিংসতার শিকার হয়েছেন। আরও মর্মান্তিক তথ্য হলো, গত এক বছরে ৪৯ শতাংশ নারী এই সহিংসতার মুখোমুখি হয়েছেন। অর্থাৎ প্রতিদিন, প্রতি মুহূর্তে, আমাদের চারপাশেই কেউ একজন ঘরের ভেতরেই নির্যাতিত হচ্ছেন—প্রিয়জনের হাতে।

সবচেয়ে বেশি সহিংসতার শিকার হচ্ছেন বরিশাল (৮২%) ও খুলনা (৮১%) বিভাগের নারীরা। চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ—এমনকি ঢাকা ও সিলেটেও এই হার ৭০ শতাংশের নিচে নামেনি। পরিসংখ্যান যেন বলে দিচ্ছে—বাংলাদেশে নারীর জন্য নিরাপদ কোনো অঞ্চল নেই, নেই নিরাপদ কোনো ঘরও।

এই সহিংসতা অনেক সময় প্রকাশ পায় না। কারণ, নারী শুধু নির্যাতিতই হন না, তাঁকে ঘিরে তৈরি হয় একধরনের নীরবতার সংস্কৃতি। ঘর, সমাজ, আত্মীয়স্বজন সবাই যেন তাঁকে বোঝায়—এটাই স্বাভাবিক, এটাই ‘সহ্য’ করার বিষয়।

প্রাকৃতিক দুর্যোগপ্রবণ অঞ্চলে নারীদের অবস্থা আরও করুণ। একদিকে প্রাকৃতিক বিপর্যয়, অন্যদিকে ঘরের ভেতরের অবহেলা, নিপীড়ন, দারিদ্র্য, পুরুষতান্ত্রিক চাপ—সব মিলিয়ে নারীরা যেন প্রতিনিয়ত যুদ্ধ করছেন চারদিক থেকে।

এই জরিপ সমাজকে শুধু তথ্য দেয় না—জোরে জোরে প্রশ্ন তোলে:

ঘর কি আর নারীর আশ্রয়স্থল আছে?

ভালোবাসা কি নির্যাতনের রূপ নিতে পারে?

নীরবতা কি নারীর নিয়তি হয়ে থাকবে?

উত্তর খুঁজে পেতে হলে চাই আইন প্রয়োগের শক্তি, জনসচেতনতার বিস্তার এবং সর্বোপরি, নারীর প্রতি সম্মান ও মর্যাদার সংস্কৃতি গড়ে তোলা।

—সত্য প্রতিবেদন/আশিক


আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০৬ ১৪:৩৫:২৪
আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন
ছবি : কালবেলা

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে টঙ্গী–আশুলিয়া–ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো ভবনজুড়ে ছড়িয়ে পড়ে।

শ্রমিকদের দ্রুত সরিয়ে নেওয়া

কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে দ্বিতীয় তলায় হঠাৎ ধোঁয়া দেখতে পান তারা। আতঙ্ক ছড়িয়ে পড়লে কারখানার গেট খুলে দিয়ে দ্রুত প্রায় ৪ হাজার ১০০ শ্রমিককে বের করে দেওয়া হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পাওয়ার পর ১২টা ১৯ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ অভিযান শুরু করে। ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের ইউনিটসহ মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ক্ষয়ক্ষতি ও কারণ

জিরাবো ফায়ার স্টেশনের ডিউটি অফিসার সবুজ ইসলাম বলেন, “আগুন অনেক তীব্র হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আসছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

ফায়ার সার্ভিস জোন–৪ এর উপপরিচালক আলাউদ্দিন বলেন, আগুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এই অগ্নিকাণ্ড আশুলিয়া শিল্পাঞ্চলে কারখানার নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নিনির্বাপণ প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।


নতুন পে স্কেলে বেতন কত বাড়তে পারে, জানাল কমিশন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০৫ ২২:০৩:৫৪
নতুন পে স্কেলে বেতন কত বাড়তে পারে, জানাল কমিশন
ছবি: সংগৃহীত

আগামী বছরের শুরু থেকেই নতুন পে স্কেল বাস্তবায়নে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের বক্তব্য অনুযায়ী, নতুন পে স্কেল ২০২৬ সালের শুরু (জানুয়ারি/মার্চ/এপ্রিল) থেকেই কার্যকর হতে পারে। এর জন্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে।

বেতন বৃদ্ধি ও গ্রেড পুনর্বিন্যাস

কমিশনের একজন সদস্য ইঙ্গিত দিয়েছেন যে, নতুন স্কেলে মূল বেতন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কমিশন মূল্যস্ফীতি বিবেচনায় রেখেই সুপারিশ প্রণয়ন করবে।

নতুন বেতন স্কেল (সম্ভাব্য): মূল বেতন দ্বিগুণ হলে ১ম গ্রেডে সর্বোচ্চ বেতন দাঁড়াবে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডে সর্বনিম্ন হবে ১৬ হাজার ৫০০ টাকা।

গ্রেড অনুপাত: বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত প্রায় ১০:১। কমিশন এই অনুপাত ৮:১ থেকে ১০:১-এর মধ্যে বহাল রাখার সুপারিশ করবে।

গ্রেড কমানো: কমিশন বর্তমানে থাকা ২০টি গ্রেড ভেঙে গ্রেড সংখ্যা কমিয়ে বেতনের অনুপাতে সামঞ্জস্য আনার চিন্তাভাবনা করছে।

তাৎক্ষণিক বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করবে না। নতুন বেতন কাঠামো সরকারের মেয়াদের মধ্যেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এই সিদ্ধান্তের পেছনে প্রতিবেশী ভারতসহ অন্যান্য দেশে বিদ্যমান বেতন কাঠামোর পর্যালোচনাও কাজ করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালের পে স্কেলে ১ম গ্রেডের মূল বেতন ১৯৫ শতাংশ বাড়িয়ে ৭৮ হাজার টাকা করা হয়েছিল এবং সর্বনিম্ন বেতন ২০১ শতাংশ বাড়িয়ে ৮ হাজার ২৫০ টাকা করা হয়েছিল।

মতামত জানানোর সুযোগ

কার্যকর ও ন্যায়সঙ্গত বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশন অনলাইনে সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, সরকারি প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশন বা সমিতির কাছ থেকে মতামত গ্রহণ শুরু করেছে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত কমিশনের ওয়েবসাইটে এই প্রশ্নমালাগুলো পাওয়া যাবে।


ইসলামী ব্যাংকের কর্মীদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০৪ ১৫:৪৬:৫৬
ইসলামী ব্যাংকের কর্মীদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চাকরিচ্যুত ও ওএসডি (অন সার্ভিস ডিউটি) হওয়া কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। চাকরি পুনর্বহালসহ ছয় দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রামের ফৌজদার হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মানববন্ধন শুরু করেন শত শত কর্মকর্তা। এরপর পৌনে ১২টার দিকে তারা সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। গুরুত্বপূর্ণ এই সড়ক অবরোধের কারণে দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ফলে সাধারণ যাত্রী ও যানবাহনের চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কর্মীদের অভিযোগ ও দাবি

আন্দোলনরত কর্মকর্তাদের অভিযোগ, চট্টগ্রাম অঞ্চলের প্রায় ৪০০ কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও ৪ থেকে ৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এর ফলে তারা পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন।

ইসলামী ব্যাংকের কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, “চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহাল, ওএসডি প্রত্যাহারসহ মোট ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করছি।”

অপর কর্মকর্তা মিজানুর রহমান অভিযোগ করেন, ব্যাংক কর্তৃপক্ষ এরই মধ্যে তাদের স্যালারি অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে, ফলে তারা বেতনের টাকাও তুলতে পারছেন না। এছাড়া আইডি কার্ড ব্লক করাসহ নানাভাবে তাদের হয়রানি করা হচ্ছে।

কর্মকর্তা-কর্মচারীদের ছয় দফা দাবিগুলো হলো:

১. চাকরিবিধি লঙ্ঘন করে বিনা কারণে চাকরিচ্যুত কর্মকর্তাদের স্বপদে পুনর্বহাল করতে হবে।

২. প্রহসনমূলক পরীক্ষা বয়কটের জন্য তাদের দেওয়া পানিশমেন্ট ট্রান্সফার অনতিবিলম্বে বন্ধ করতে হবে।

৩. বৈষম্যহীন ও রাজনীতিমুক্ত কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে।

৪. শর্ত আরোপ করে সব ধরনের অ্যাসেসমেন্ট টেস্ট বন্ধ করতে হবে।

৫. চট্টগ্রামের কর্মকর্তাদের ওপর চালানো মানসিক ও শারীরিক নির্যাতনের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে এবং পুনরায় কর্মস্থলে তাদের ফিরিয়ে নিতে হবে।

৬. পরীক্ষা বর্জনের জন্য কর্মকর্তাদের বিরুদ্ধে করা সাধারণ ডায়েরি (জিডি) ও সাইবার ক্রাইমে হয়রানিমূলক মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।


মিরপুরে মেট্রোরেলের পিলারের কাছে যাত্রীবাহী বাসে হামলা ও অগ্নিসংযোগ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০৩ ১৪:৩৯:৪৮
মিরপুরে মেট্রোরেলের পিলারের কাছে যাত্রীবাহী বাসে হামলা ও অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় যাত্রীবাহী আলিফ পরিবহনের একটি বাস লক্ষ্য করে গুলি এবং এরপর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মেট্রোরেলের ২৬৬ নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণ

বাসের চালক, সহকারী ও যাত্রীদের বরাত দিয়ে ওসি বলেন, বাসটি সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি হাতের ইশারা দিয়ে বাসটিকে থামাতে বলে। বাস থামার পর দুষ্কৃতকারীরা চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয়। যাত্রীরাও আতঙ্কে বাস থেকে নেমে যান। এরপর বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়।

আভিযোগের তীর ছাঁটাই হওয়া কর্মীদের দিকে

কারা এবং কেন এই ঘটনা ঘটিয়েছে—এমন প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা জানান, সম্প্রতি এই বাস কোম্পানি থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হয়। বাস মালিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্ষুব্ধ হয়ে ছাঁটাই হওয়া কর্মীদের একটি অংশ এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ বাস মালিকদের একটি মামলা করতে বলেছে।


লক্ষ্মীপুরে সাবেক এমপির পোড়া বাড়িতে আবারও অগ্নিসংযোগ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০১ ২১:১০:০৪
লক্ষ্মীপুরে সাবেক এমপির পোড়া বাড়িতে আবারও অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের পোড়া বাড়িতে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১ অক্টোবর) বিকেলের দিকে লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনী এলাকায় বিক্ষুব্ধ লোকজন এই আগুন দেয়। এর আগে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন পাঁচতলা ওই বাড়িতে প্রথম আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল।

বিক্ষোভকারীদের বক্তব্য ও পুলিশের অবস্থান

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে বিক্ষুব্ধ লোকজন উত্তর তেহমনী এলাকায় জড়ো হয়ে সাবেক সংসদ সদস্যের পরিত্যক্ত বাড়ির নিচতলার অংশে আগুন ধরিয়ে দেয়।

মেহেদী হাসান নামে স্থানীয় এক যুবক বলেন, “স্বৈরাচার ও তাদের দোসররা যেখানে আছে, সেই সব বাড়িঘর ধ্বংস করা হবে। তারা যদি আবার ফিরে আসে, আমরা তাদের প্রতিহত করব। কাউকে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, “সাবেক সংসদ সদস্যের বাড়িটি ৪ আগস্টে পোড়ানো হয়েছিল, ফলে বাড়ির অবকাঠামোর অধিকাংশই ক্ষতিগ্রস্ত। আজ আবার সেখানে আগুন ধরানো হয়েছে।” তিনি জানান, পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ যাচাই করে জড়িতদের শনাক্ত করার কাজ করছে।


চার দিনের অচলাবস্থা শেষে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০১ ১৭:০৮:১৩
চার দিনের অচলাবস্থা শেষে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি
ছবি: সংগৃহীত

চার দিনের অবরোধের পর স্বস্তি ফিরতে শুরু করেছে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে। অবরোধ স্থগিতের পর বুধবার (১ অক্টোবর) সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে। দোকানপাটও খুলতে শুরু করেছে। তবে এখনো খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভা এবং গুইমারা উপজেলায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে ধাপে ধাপে এই ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে।

অবরোধ স্থগিত ও স্বাভাবিকতা ফেরা

শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের আট দফা দাবি বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে অবরোধকারী জুম্ম ছাত্র-জনতা তাদের অবরোধ স্থগিত করে।

অবরোধ স্থগিতের পর খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-রাঙামাটিসহ বিভিন্ন সড়কে যান চলাচল শুরু হয়েছে। দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফেরা এবং আটকে পড়া পর্যটকদের মধ্যে এক ধরনের স্বস্তি দেখা গেছে। ১৪৪ ধারা জারি থাকলেও চার দিন পর দোকানপাট খোলায় মানুষের উপস্থিতি বেড়েছে এবং শহরের পরিবেশ স্বাভাবিক হচ্ছে।

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাসান মারুফ বলেন, “১৪৪ ধারা জারি থাকলেও শারদীয় দুর্গোৎসবের কারণে আমরা মানুষের যাতায়াতকে বাধাগ্রস্ত করছি না। পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে শিগগিরই ১৪৪ ধারা তুলে নেওয়া হতে পারে।” গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হচ্ছে।

সহিংসতা ও তদন্ত

গত রোববার খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি যুবকের নিহত হওয়ার ঘটনা ঘটে। এর আগে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতার জেরে গুইমারার রামসু বাজারে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছিল।

খাগড়াছড়ি জেলা প্রশাসন গুইমারা সহিংসতার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে। খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গেল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করেন এবং পরে সন্দেহভাজন শয়ন শীলকে (১৯) গ্রেপ্তার করা হয়।


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ ঘণ্টা তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০১ ১৫:৪৮:১৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ ঘণ্টা তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট/ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে দীর্ঘ পাঁচ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত যানচলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। বুধবার (১ অক্টোবর) সকাল থেকে সৃষ্টি হওয়া এই তীব্র যানজটের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী এবং যানবাহন চালকরা। বিশেষ করে শিশু ও অসুস্থ রোগীরা বেশি বেকায়দায় পড়েছেন।

সকাল সাড়ে ৯টা থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে ধীরে ধীরে গাড়ি চলতে দেখা গেছে।

যানজটের কারণ ও পরিস্থিতি

জানা গেছে, বৃষ্টি এবং দড়িকান্দি এলাকায় একটি বড় গাড়ি বিকল হওয়ার কারণে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই তীব্র যানজট সৃষ্টি হয়। এর ফলে মানুষের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

যানজটে আটকে থাকা যাত্রী রহমান আলী জানান, দীর্ঘ দুই ঘণ্টায় তিনি সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত পৌঁছেছেন। আরেক যাত্রী ইয়াছিন আরাফাত বলেন, ঢাকা থেকে মোগরাপাড়া যেতেই তার প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে।

পুলিশের বক্তব্য

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, দড়িকান্দি এলাকায় গাড়ি বিকল হওয়ার পাশাপাশি পূজা উপলক্ষে গাড়ির দ্বিগুণ চাপ থাকায় যানজট সৃষ্টি হয়েছিল। তিনি বলেন, বর্তমানে যানজট ছুটে গেছে এবং ধীরে ধীরে গাড়ি পারাপার হচ্ছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানীও জানান, বৃষ্টি ও গাড়ির বাড়তি চাপের কারণে যানজট সৃষ্টি হলেও এখন তা কেটে গেছে এবং পুলিশ সড়কে অবস্থান করছে।


আওয়ামী লীগের নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহার হচ্ছে না: আইন উপদেষ্টা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০১ ১৪:৫৫:০৮
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহার হচ্ছে না: আইন উপদেষ্টা
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তার ভাষায়, “সংগঠন হিসেবে দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার পাওয়ার পদক্ষেপও নেওয়া হয়েছে।”

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরের শঙ্কর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নিষেধাজ্ঞা প্রত্যাহারে নেই কোনো সম্ভাবনা

সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিদেশি সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যে মন্তব্য করেছিলেন, সেই প্রসঙ্গে আসিফ নজরুল বলেন:

“প্রধান উপদেষ্টা যে মন্তব্য করেছেন, তা ছিল কেবল তাত্ত্বিক আলোচনা। আগামী নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও এমন কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই।”

পূজা ও পাহাড়ে অস্থিরতা

আইন উপদেষ্টা বলেন, দেশের সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশেই শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন করছেন। অপশক্তি ষড়যন্ত্র করলেও সরকার সতর্ক ছিল। তিনি আরও জানান, পাহাড়কে অশান্ত করতে যারা তৎপর, তাদের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবে।


ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি: সেপ্টেম্বরে সর্বোচ্চ মৃত্যু

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ৩০ ২০:৫৯:০০
ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি: সেপ্টেম্বরে সর্বোচ্চ মৃত্যু
ছবি: সংগৃহীত

চলতি বছরে ডেঙ্গু পরিস্থিতি ভয়ংকর রূপ নিয়েছে। এই মাসেই ডেঙ্গুতে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৭৬ জন। এমনকি বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডও হয়েছে এই মাসেই।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আরও ৩ জনের এবং একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫৬ জন রোগী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

মাসভিত্তিক ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে:

জানুয়ারি: ১০ জন, ফেব্রুয়ারি: ৩ জন, মার্চ: কোনো মৃত্যু নেই, এপ্রিল: ৭ জন, মে: ৩ জন, জুন: ১৯ জন, জুলাই: ৪১ জন, আগস্ট: ৩৯ জন, সেপ্টেম্বর: ৭৬ জন (সর্বোচ্চ)

হাসপাতালে ভর্তির চিত্র

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে ভর্তি হয়েছেন ৪৭ হাজার ৩৪২ জন রোগী। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই চিকিৎসা নিয়েছেন ১৫ হাজার ৮৬৬ জন। এছাড়া, চলতি বছর ৪৪ হাজার ৭৯৬ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

পাঠকের মতামত: