৪৪তম বিসিএস

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, যোগ্য প্রার্থী না থাকায় শূন্য ২০ পদ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ১০:০৮:২৩
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, যোগ্য প্রার্থী না থাকায় শূন্য ২০ পদ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এতে মোট ১,৬৯০ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সোমবার রাতে পিএসসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ৪৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে মোট ১,৭১০টি ক্যাডার পদের বিপরীতে প্রার্থী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। তবে পর্যাপ্ত যোগ্য প্রার্থী না থাকায় কারিগরি/পেশাগত ক্যাডারে ২০টি পদে কোনো মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।

এ ছাড়া যেসব প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও ক্যাডার পদে মনোনীত হতে পারেননি, তাদের জন্য ভবিষ্যতে সরকারী বিধি অনুযায়ী শূন্যপদে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করার পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়।

এই ফলাফল দেশের হাজারো তরুণ-তরুণীর জীবনে এক নতুন দিগন্তের সূচনা করলেও, যারা সামান্য ব্যবধানে মনোনয়ন পাননি, তাদের জন্য অপেক্ষার প্রহর কিছুটা দীর্ঘতর হয়ে উঠল। তবে সরকারি নীতিমালার আলোকে তাদের জন্যও সুযোগের দরজা একেবারে বন্ধ হয়ে যায়নি।

-সুত্র বি এস এস

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ