জবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রলীগ নেতাকে পুলিশের কাছে দিল ছাত্রদল

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ১৬:৫২:৫৯
জবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রলীগ নেতাকে পুলিশের কাছে দিল ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফের উত্তেজনা ছড়িয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগকে ঘিরে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আটককৃত ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম সাজিদ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং একই বিভাগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি গোপালগঞ্জ সদরের ব্যাংকপাড়া এলাকায়।

জানা গেছে, সাজিদ রিটেক পরীক্ষার আবেদন জমা দিতে বিভাগে উপস্থিত হন। খবর পেয়ে ছাত্রদলের কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে তাকে চিহ্নিত করেন এবং পরে ধস্তাধস্তির পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যান। ছাত্রদল নেতাদের অভিযোগ, সাজিদ ক্যাম্পাসে ঢোকার আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘সাজিদ ইসলাম’ নামের একটি আইডি থেকে হুমকিসদৃশ পোস্ট দেওয়া হয় যেখানে লেখা হয়, “কাল থেকে একদল তরুণের প্রবেশ হবে যাদের হারানোর কিছুই নেই… তারা হবে নির্ভীক, তারা হবে ভয়ংকর সুন্দর।” এ পোস্টের ভিত্তিতে তারা সাজিদকে পরিকল্পিত অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেন।

তবে সাজিদ তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, “ফেসবুক আইডিটি আমার নয়। আমি কোনো পোস্ট করিনি। আগামীকাল আমার বিয়ে, তাই আজ এসেছি রিটেক পরীক্ষার জন্য আবেদন করতে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “ছাত্রদলের নেতাকর্মীরা সাজিদকে ধরে এনে আমাদের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা থাকায় আমরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছি।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান খান বলেন, “সাজিদ একসময় ক্যাম্পাসে আমাদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছিল। আমাদের শহীদ সাজিদকে আন্ডারগ্রাউন্ডে আটকে রেখে শারীরিক নির্যাতন করেছিল। এখন প্রশাসনের দায়িত্ব এই অপকর্মের উপযুক্ত বিচার নিশ্চিত করা।”

প্রসঙ্গত, বর্তমান সরকারের প্রথম কার্যদিবসে ছাত্রলীগকে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর ফলে সংগঠনটির কোনো ধরনের সাংগঠনিক উপস্থিতি এখন আইনবহির্ভূত। এই নির্দেশনার বাস্তবায়ন ঘিরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবারের ঘটনাটি তারই সর্বশেষ উদাহরণ। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ