রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ চার

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ১১:৪৭:১২
রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ চার

রাজধানীর ভাটারা থানার নূরেরচালা এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধরা হলেন—গৃহকর্তা হালিম শেখ (৫০), তাঁর স্ত্রী শিউলি বেগম (৪৫), ছেলে হানিফ শেখ (২৮) এবং হালিম শেখের বোন রহিমা খাতুন (৫০)। এর মধ্যে হানিফ শেখের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে, কারণ তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। হালিম শেখ দগ্ধ হয়েছেন ৩৩ শতাংশ, শিউলি বেগম ১ শতাংশ এবং রহিমা খাতুন ২ শতাংশ দগ্ধ হয়েছেন। বর্তমানে তাঁরা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

হালিম শেখের ভাগনে সাগর জানান, সন্ধ্যা ৭টার দিকে চুলা জ্বালানোর সময় গ্যাস লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং তাৎক্ষণিকভাবে আগুন ছড়িয়ে পড়ে। এতে রান্নাঘরে থাকা সদস্যরা দগ্ধ হন। তিনি আরও জানান, রাত সাড়ে ৯টার দিকে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

পরিবারটি ভাটারা থানাধীন আবুল কালাম খন্দকারের মালিকানাধীন একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকত। ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালান এবং দগ্ধদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ