বাংলাদেশ নারী ফুটবল
স্বপ্ন পূরণের লড়াইয়ে মাঠে বাংলার বাঘিনীরা

নারী ফুটবলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে আজ মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হচ্ছে স্বাগতিক মিয়ানমারের। থুয়ুন্না স্টেডিয়ামে আজ বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া এই ম্যাচে একটি পয়েন্টও তাদের সম্ভাবনা বাঁচিয়ে রাখবে, তবে পুরো তিন পয়েন্টই চাইছে আত্মবিশ্বাসে টগবগে বাংলাদেশ দল।
এশিয়ার শীর্ষ টুর্নামেন্টে এখনো কখনো খেলতে পারেনি বাংলাদেশের নারী দল। এর আগে দু'টি বাছাইপর্বে অংশ নিয়ে পাঁচটি ম্যাচেই পরাজিত হয় তারা, গোল হজম করে ২৫টি, উত্তর দেয়নি একবারও। তবে এবার দৃশ্যপট সম্পূর্ণ আলাদা। শক্তিমত্তায় অনেক এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে নিজেদের প্রস্তুতি ও মনোভাবের জানান দিয়েছে বাংলার বাঘিনীরা।
আজকের প্রতিপক্ষ মিয়ানমার ফিফা র্যাংকিংয়ে ৫৫তম অবস্থানে, বাংলাদেশ থেকে অনেক ওপরে। তবে পিটার বাটলারের শিষ্যরা এখন আর আগের মতো দুর্বল প্রতিপক্ষ নয়। ২০১৮ সালে অলিম্পিক বাছাইপর্বে এই মিয়ানমারের বিপক্ষে একই ভেন্যুতে ৫-০ গোলে হেরে যাওয়া দলটি এখন দক্ষিণ এশিয়া জয় করে এসেছে, এবং ক্রমাগত নিজেদের উন্নতি ঘটিয়েছে। এবার সেই একই মাঠে ফিরেই ইতিহাস পাল্টে দিতে চায় তারা।
মিয়ানমারও নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়ে শুরু করেছে। ফলে আজকের ম্যাচ কার্যত হয়ে উঠেছে গ্রুপের শীর্ষস্থান নির্ধারণের লড়াই, যেখানে বিজয়ী দলই এগিয়ে যাবে মূল পর্বের পথে।
বাংলাদেশ দলের ইংলিশ কোচ পিটার বাটলার জানেন, এই ম্যাচ ভিন্ন মাত্রার চ্যালেঞ্জ। রোববারের ম্যাচ শেষে তিনি বলেন, “মিয়ানমার আমাদের জন্য একেবারে ভিন্ন ধাঁচের প্রতিপক্ষ হবে। তাদের টেকনিকাল দক্ষতা ও দর্শকের সমর্থন থাকবে, তবে আমরা প্রস্তুত।”
খেলোয়াড়রাও দারুণ প্রস্তুত এবং প্রতিজ্ঞাবদ্ধ। মিডফিল্ডার স্বপ্না রানী মণ্ডল বলেন, “আমরা পুরোপুরি মনোযোগী। আজ সন্ধ্যার টিম মিটিংয়ে কোচ আমাদের পরিকল্পনা জানাবেন। আমাদের লক্ষ্য ম্যাচ জিতে ফেরা।”
আক্রমণভাগের অন্যতম নির্ভরযোগ্য নাম শাহেদা আক্তার রিপাও দৃঢ় প্রত্যয় নিয়ে বলেন, “এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। তবে আমাদের টার্গেট জয় — কারণ সেটাই আমাদের স্বপ্ন পূরণের একমাত্র পথ।”
যদিও কাগজে-কলমে মিয়ানমার এগিয়ে, তবে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স বলে দিচ্ছে—তারা আর সহজ প্রতিপক্ষ নয়। আজকের ম্যাচে একটি স্মরণীয় পারফরম্যান্স রচনা করতে পারলে এশিয়ান কাপের মঞ্চে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার ইতিহাস গড়তে পারে বাংলাদেশ নারী ফুটবল দল।
-আলমগীর হোসেন, নিজস্ব প্রতিবেদক
এক পোস্টে শেষ সব সম্ভাবনা? সাকিবের জন্য বন্ধ হলো জাতীয় দলের দরজা
ক্রিকেটার সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট দলে নেওয়ার জন্য ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ টেবিলে আলোচনা চলছিল। সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক থেকে শুরু করে প্রায় সব ক্রিকেটার বিভিন্ন গণমাধ্যমে জাতীয় দলে সাকিবের প্রয়োজনীয়তার কথা বলে আসছিলেন। এমনকি বিসিবির সভাপতি থাকাকালীন ফারুক আহমেদও সাকিবের প্রয়োজনীয়তার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করেছিলেন। আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি হওয়ার পরও সাকিবের কথা বলেছেন। খালেদ মাহমুদ সুজন বারবার বলেছেন, সাকিবের রাজনৈতিক বিষয়টি বাদ দিয়ে তার ১৭ বছরের অবদানের কথা যেন বিবেচনা করা হয়।
গত ১৫ আগস্ট সাকিব তার ফেসবুক পোস্টে জাতীয় শোক জানিয়ে একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব সদস্যের ছবি দিয়ে তিনি লিখেছেন, তার পরিবারের সব শহীদ সদস্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এই একটি পোস্টের পর সাকিবের দেশে ফেরার ক্ষীণ সম্ভাবনা নষ্ট হয়ে গেল কিনা, তা নিয়ে দেশের ক্রিকেট মহলে আলোচনা-সমালোচনা চলছে। দেশের প্রয়োজনে সাকিবকে ফিরিয়ে আনার সম্ভাবনা উড়িয়েও দেয়নি কেউ। ১৫ আগস্ট শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সাকিব কি তার দেশে ফেরার দুয়ার স্থায়ীভাবে বন্ধ করে দিলেন?
সাকিবের এই ফেসবুক পোস্ট সরকারের নজরে এসেছে। ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন তারা সাকিবের ব্যাপারে আগ্রহ দেখাতে রাজি না। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যতটুকু সম্ভাবনা ছিল, তা শেষ হয়ে গেছে। মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্রের দাবি, "২০২৪ পরবর্তী যারা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি কিংবা গোষ্ঠী তারা কেউ ২০২৪ পরবর্তী সরকারের সঙ্গে যায় না। সাধারণ মানুষের উপলব্ধি তারা বুঝতে পারছেন না।"
মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র আরও মনে করে, "সাকিব নিজের সুযোগ নিজেই নষ্ট করলো। শেষ সম্ভাবনা যতটুকু ছিল, তা নষ্ট করলো। তাকে সহযোগিতা করার কোনো স্কোপ নেই।"
অন্যরা দিয়েছে, বাফুফে এখনো ঘুমিয়ে
বাংলাদেশ নারী ফুটবল দল দক্ষিণ এশিয়ার সীমাবদ্ধতা অতিক্রম করে এশিয়ার সর্বোচ্চ আসরে পৌঁছানোর স্বপ্ন দেখাচ্ছে। মাত্র দেড় দশক আগে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেও এই দল এখন বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার স্বপ্নকে বাস্তব রূপ দিতে যাচ্ছে। অথচ সেই দলের মূল চালিকাশক্তি সাবিনা খাতুন, আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমাদের হাতে এখনো পৌঁছায়নি ঘোষিত পুরস্কারের অর্থ।
২০২২ সালে ইতিহাস গড়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সাফজয়ী নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু প্রায় এক বছর অতিক্রম হতে চললেও সেই অর্থ এখনো খেলোয়াড়দের হাতে পৌঁছায়নি। জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন থেকে শুরু করে অন্যরা আজও অপেক্ষায় আছেন প্রতিশ্রুত পুরস্কারের অর্থ পাওয়ার জন্য।
অন্যদিকে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এবং অন্যান্য সংস্থা যে অর্থ পুরস্কার হিসেবে ঘোষণা করেছিল, তা অনেক আগেই খেলোয়াড়দের হাতে পৌঁছে গেছে। অথচ যাদের সবার আগে এই অর্থ দেওয়ার কথা ছিল, সেই বাফুফেই এখনো কার্যত নিশ্চুপ।
এই দেরিতে ক্ষোভ জমছে খেলোয়াড়দের মধ্যে। কারণ, সাফজয় ছিল বাংলাদেশের নারী ফুটবলের সবচেয়ে বড় অর্জন, যা দেশকে গর্বিত করেছিল। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রতিশ্রুত অর্থ যদি এত দীর্ঘ সময়েও তাদের হাতে না আসে, তাহলে তা খেলোয়াড়দের মনোবলকেই ক্ষুণ্ণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেকেই মনে করছেন, দেশের ক্রীড়া প্রশাসনের উদাসীনতা নারী ফুটবলারদের প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত করছে।
-রাফসান
পাকিস্তানের হারের হতাশা কাটিয়ে: নেপালকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
নর্দান অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টপ অ্যান্ড টি–২০ সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩২ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। এর আগে পাকিস্তানের কাছে হারের হতাশা কাটিয়ে ব্যাটে–বলে দুর্দান্ত পারফরম্যান্সে এই জয়ে সিরিজে ফিরে এসেছে বাংলাদেশের দ্বিতীয় সারির দলটি।
টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার নাঈম শেখ (১৮ বলে ২৫) ও জিসান আলম (৪৬ বলে ৭৩) আগ্রাসী শুরু করেন। মাত্র ৬.৩ ওভারে ৬০ রানের জুটি গড়েন তারা। জিসানের ৭৩ রানের ঝলমলে ইনিংসের পর চারে নামা আফিফ হোসেন ২৩ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। তবে শেষদিকে অধিনায়ক সোহান (১১) ও মাহিদুল অঙ্কনরা (৭) প্রত্যাশিত ঝড় তুলতে না পারায় ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রানে থামে বাংলাদেশের ইনিংস।
জবাবে নেপালও শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে। ওপেনার আসিফ শেখ ২৪ বলে ২৮ রান করেন। এরপর পাঁচে নামা অভিজ্ঞ ব্যাটার কুশল মাল্লা ৪৭ বলে ৫৯ রানের লড়াকু ইনিংস খেললেও দলের হারের ব্যবধান কমাতে পারেন। নেপাল শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৪ রানে গুটিয়ে যায়।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নিয়ে নেপালের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। পেসার হাসান মাহমুদ ২টি, রিপন ও তোফায়েল একটি করে উইকেট নেন।
টাইগারদের পাওয়ার হিটিংয়ে দুর্বলতা: সমাধান নিয়ে এসেছেন জুলিয়ান উড
প্রাথমিক দলের বেশ কয়েকজন ক্রিকেটার ‘এ’ দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে থাকায় সবাইকে একসঙ্গে পেলেন না বাংলাদেশ জাতীয় দলের পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। নুরুল হাসান সোহানদের ছাড়াই জাতীয় দলের ক্রিকেটারদের ব্যাটিংয়ের বিশেষ কৌশল শেখানো শুরু করেছেন তিনি। প্রধান কোচ ফিল সিমন্সের নেতৃত্বে বাকি কোচিং স্টাফরাও মিরপুরের রুদ্ধদ্বার অনুশীলনে উডের ছাত্র হিসেবে যোগ দিয়েছেন।
রুদ্ধদ্বার অনুশীলন প্রধান কোচ ফিল সিমন্সের খুব পছন্দ। তাই সাংবাদিকদের দেখতে দেওয়া হয়নি। উডের পাওয়ার হিটিং ক্লাসকে গোপন রাখতে চান তিনি। আশা করা হচ্ছে, লিটনরা পাওয়ার হিটিং শিখে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপে ভালো খেলবেন। সিমন্সের অনুরোধেই বিসিবি এই পাওয়ার হিটিং কোচকে এনেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ পর্যন্ত দলের সঙ্গে কাজ করবেন উড। ৩ সেপ্টেম্বর তিনি ইংল্যান্ড ফিরে যাবেন।
ফুটবল দুনিয়ার দৌড়ঝাপ, রোনালদো ভারতের পথে!
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবার পেশাদার ম্যাচ খেলতে ভারতে আসবেন, এমন একটি সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২৫-২৬ এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-তে রোনালদোর ক্লাব আল নাসরের সঙ্গে খেলা পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়ার। অস্বাভাবিক কিছু না ঘটলে রোনালদো ভারতে খেলতে আসবেন বলে জানা গেছে।
শুক্রবার (১৫ আগস্ট) এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-র ড্রয়ে রোনালদোর ক্লাব আল নাসরকে ‘ডি’ গ্রুপে রাখা হয়েছে। এই গ্রুপে আল নাসর ছাড়াও আছে ভারতীয় সুপার লিগের (আইএসএল) এফসি গোয়া, তাজিকিস্তানের ইস্তিকলল এবং ইরাকের আল-জাওরা।
এফসি গোয়ার সিইও রবি পুস্কুর বলেন, “এটি ভারতীয় ক্লাব ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ।” তিনি আরও বলেন, “ভারতীয় ফুটবলের জন্য এটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা এখানে যোগ্যতার ভিত্তিতে এসেছি, আর এমন একটি ম্যাচ আমাদের সুযোগ দিচ্ছে প্রমাণ করার যে আমরা মহাদেশীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।”
৪০ বছর বয়সী রোনালদো ২০২২ সালে আল নাসরে যোগ দেওয়ার পর এখনো বড় কোনো শিরোপা জেতেননি। আগামী সেপ্টেম্বর মাসে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে তার দল পূর্ণ শক্তিতেই নামবে বলে আশা করা হচ্ছে। আল নাসরের দলে রোনালদো ছাড়াও আছেন সাবেক লিভারপুল তারকা সাদিও মানে এবং সম্প্রতি চেলসি থেকে যোগ দেওয়া আরেক পর্তুগিজ ফরোয়ার্ড হুয়াও ফেলিক্স।
শেষ ১০ মিনিটের নাটক: টটেনহামকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতল পিএসজি
৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে পিএসজি। ফ্রান্সের প্রথম ক্লাব হিসেবে উয়েফা সুপার কাপ জিতে ইতিহাস গড়ল তারা। বুধবার রাতে পেনাল্টি শুটআউটে টটেনহাম হটস্পার্সকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে পিএসজি।
ম্যাচের ৩৯তম মিনিটে মিকি ফন দে ভেনের গোলে এবং ৪৮ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর গোলে ২-০ তে এগিয়ে ছিল টটেনহাম। যখন মনে হচ্ছিল টটেনহামের জয় নিশ্চিত, তখনই নাটকের শুরু। ৮৫ মিনিটে পিএসজির বদলি খেলোয়াড় লি কাং-ইন গোল করে ম্যাচে প্রাণ ফেরান। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে (৯৪ মিনিট) আরেক বদলি খেলোয়াড় গনসালো রামোসের হেডে করা গোলে ২-২ সমতায় ফেরে পিএসজি।
পেনাল্টি শুটআউটে পিএসজি ৪-৩ ব্যবধানে জয় পায়। পিএসজির হয়ে রামোস, উসমান দেম্বেলে ও লি কাং সফলভাবে গোল করেন। টটেনহামের হয়ে ডোমিনিক সোলাঙ্কে, রদ্রিগো বেনতাঙ্কুর ও পেদ্রো পোরো গোল করলেও জয় নিশ্চিত করতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত নুনো মেন্দেজের সফল শটে পিএসজি ঐতিহাসিক জয় নিশ্চিত করে।
টটেনহামের নতুন কোচ টমাস ফ্রাঙ্ক এই হারকে 'সফল অস্ত্রোপচার...কিন্তু রোগী মারা যাওয়ার' সঙ্গে তুলনা করেছেন। অন্যদিকে পিএসজি কোচ লুইস এনরিকে স্বীকার করেছেন, ৮০ মিনিট পর্যন্ত তার দল জয়ের যোগ্য ছিল না, এবং তারা ভাগ্যবান যে শেষ ১০ মিনিটে গোল করতে পেরেছে।
লেস্টারের জার্সিতে বাংলাদেশি হামজা চৌধুরীর দুর্দান্ত গোল
ইংলিশ কারাবাও কাপের ২০২৫-২৬ মৌসুমে লেস্টার সিটির হয়ে বাংলাদেশের বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী একটি দুর্দান্ত গোল করেছেন। বুধবার রাতে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে এই চোখ ধাঁধানো গোলটি করেন লেস্টারের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
ইংল্যান্ডের আকু স্টেডিয়ামে ম্যাচের ৫৪ মিনিটে গোলটি করেন হামজা, যার ফলে ১-০ গোলে এগিয়ে যায় লেস্টার সিটি। তবে হামজার গোলে লিড পেলেও শেষ পর্যন্ত লেস্টারকে হারতে হয়েছে। ম্যাচের নির্ধারিত সময় ২-২ গোলে শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে ৩-২ ব্যবধানে জিতে পরের রাউন্ডে উঠেছে হাডার্সফিল্ড।
লেস্টারের হয়ে ৬৫ মিনিটে গোল করেন ড্যানিয়েল ভোস্ট এবং ৭৬ মিনিটে গোল শোধ করেন ক্যামেরন আশিয়া। এরপর পেনাল্টিতে জর্ডান আয়িউর শট মিস হওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় লেস্টারের।
আগামী শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় ইংলিশ চ্যাম্পিয়নশিপে অ্যাওয়ে ম্যাচে প্রেস্টনের মুখোমুখি হবে লেস্টার সিটি।
চিটাগং কিংস মালিকের বিরুদ্ধে বিসিবির লিগ্যাল নোটিশ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেবল মাঠের প্রতিযোগিতাতেই নয়, বরাবরই বিতর্ক ও আর্থিক অনিয়মের অভিযোগে আলোচনায় থাকে। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে চিটাগং কিংস ও এর মালিক সামির কাদের চৌধুরী। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের কাছে প্রায় ৪৬ কোটি টাকা পাওনা দাবি করে আনুষ্ঠানিক লিগ্যাল নোটিশ পাঠিয়েছে।
সোমবার গুলশানে সংবাদ সম্মেলনে সামির কাদের এই অর্থের দাবিকে প্রশ্নবিদ্ধ করে বলেন, “ফিগারটা ৪৬ কোটি টাকা এর কোনো ব্যাখ্যা নেই বিসিবির কাছে, আমার কাছেও না। কিন্তু বাজারে এমন একটি অঙ্ক ঘুরছে।” তার মতে, বিপিএলকে বিতর্কিত করার জন্য বিসিবির ভূমিকাই বেশি দায়ী।
সর্বশেষ আসরে দীর্ঘ বিরতির পর বিপিএলে ফিরে চিটাগং কিংস দলে নেয় পাকিস্তানের শহীদ আফ্রিদি ও অস্ট্রেলিয়ার শন টেইটের মতো তারকাদের। অভিযোগ রয়েছে, তাদের পারিশ্রমিক পরিশোধ করা হয়নি। এমনকি উপস্থাপিকা ইয়াশা সাগরের বকেয়া টাকাও আটকে রাখে ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্ট চলাকালে পেসার পারভেজ হোসেনের পারফরম্যান্সে অসন্তুষ্ট হয়ে তার পারিশ্রমিক না দেওয়ার সিদ্ধান্তও নেন সামির। বর্তমানে জাতীয় দলের পেসার শরীফুল ইসলামেরও ১০ লাখ টাকা বকেয়া রয়েছে বলে অভিযোগ।
এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। ২০১২ ও ২০১৩ মৌসুমে সামির কাদেরের মালিকানাধীন চিটাগং কিংস বেশ কয়েকজন দেশি-বিদেশি খেলোয়াড়ের পারিশ্রমিক বকেয়া রাখায় বিসিবিকে এগিয়ে এসে ১৫ লাখ ৫০ হাজার ৬৪ মার্কিন ডলার (প্রায় ১৮ কোটি ৯১ লাখ ৭৮ হাজার টাকা) পরিশোধ করতে হয়েছিল।
বিসিবি জানিয়েছে, একাধিকবার নোটিশ পাঠিয়েও সামির কাদের কোনো উত্তর দেননি। এবার লিগ্যাল নোটিশ পাঠানোর পরও তিনি দেনা স্বীকার না করে বোর্ডের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন। তার ভাষায়, “কিছু বোর্ড পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন শিগগিরই বসে সমাধান করা হবে।”
-শরিফুল
রোনালদোর পর মেসির দেশের প্রেয়সী পেলেন স্পেনের ইয়ামাল!
স্পেনের তারকা ফুটবলার লাইমে ইয়ামাল আর আর্জেন্টাইন র্যাপার নিকি নিকোলের প্রেমের গুঞ্জন: সম্পর্ক এখনও প্রাথমিক পর্যায়ে
স্পেনের ফুটবল তারকা লাইমে ইয়ামাল এবং আর্জেন্টাইন সংগীতশিল্পী ও র্যাপার নিকি নিকোলের মধ্যে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। লিওনেল মেসির জন্মভূমি আর্জেন্টিনার জনপ্রিয় এই গায়িকার সঙ্গে ইয়ামালের ঘনিষ্ঠতা বেশ কয়েকবার নজরে এসেছে। স্প্যানিশ সাংবাদিক হাভি হোয়োস জানান, সম্প্রতি ইয়ামালের ১৮তম জন্মদিনে আয়োজিত অনুষ্ঠানে নিকোল উপস্থিত ছিলেন এবং একটি নাইটক্লাবে তারা একসঙ্গে সময় কাটানোর পাশাপাশি চুমুও দিয়েছেন।
যদিও তারা এখনো আনুষ্ঠানিকভাবে প্রেমিক-প্রেমিকা নয়, তবুও তাদের সম্পর্ক একটি প্রাথমিক স্তরে রয়েছে। তাদের নিকটস্থ সূত্রের বরাত দিয়ে হোয়োস জানান, তারা একে অপরকে ভালোভাবে বুঝতে চাইছে এবং এই সম্পর্ক একটি নতুন গল্পের সূচনা। ভবিষ্যতে এই সম্পর্কের আরও দৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে ইয়ামালের নাম যুক্ত হয়েছিলো ইনফ্লুয়েন্সার ফাতি ভাসকেস ও প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতা ক্লদিয়া বাভেলের সঙ্গেও, যদিও তা প্রেমের গুঞ্জন ছাড়া আর কিছুই ছিল না।
২৪ বছর বয়সী নিকি নিকোল আর্জেন্টিনার রোজারিও শহরের বাসিন্দা এবং দুইবার লাতিন গ্র্যামি মনোনয়ন পাওয়া এই গায়িকা আর্জেন্টিনায় ব্যাপক পরিচিত।
/আশিক
পাঠকের মতামত:
- দুই দশকের বেশি সময় ধরে মার্কিন প্রেসিডেন্টদের কৌশলে আটকে রেখেছেন পুতিন
- তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারে ২৬ ঘণ্টার আলটিমেটাম
- সাড়ে ৫ মাস পর বন্দরে ভারতীয় পেঁয়াজ: আমদানি শুরু হওয়ায় স্বস্তিতে ক্রেতারা
- পাতাল মেট্রোরেল ব্যয় বাড়ল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ‘মুজিব আমল ছিল স্বৈরতন্ত্রের অন্ধকার’: ইতিহাসের ভিন্ন চিত্র তুলে ধরলেন সায়ের
- ক্রিকেট ব্যাটের ভেতরে ইয়াবা: অভিনব কৌশলেও ধরা পড়লেন ২ যাত্রী
- প্রধান উপদেষ্টাকে হুঁশিয়ারি দিলেন জামায়াতের নায়েবে আমির
- গ্রেপ্তার হলেন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী
- ‘ধর্মব্যবসায়ীদের কোনো জায়গা হবে না বাংলাদেশে’: রুমিন ফারহানার হুঁশিয়ারি
- মহাখালীর পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
- জুলাই সনদ জনগণের ইচ্ছার প্রতিফলন নয়: যুক্তরাজ্যের সাংবাদিক
- দুদকের জালে সাবেক আইজিপি: ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে তদন্তে নামল দুদক
- ‘না ভোট’ বিএনপির প্রস্তাব নয়, দাবি নজরুল ইসলাম খানের
- এবার বিশ্বমঞ্চে হানিয়া আমির,পাকিস্তানের জন্য গৌরবের নতুন অধ্যায়
- রেকর্ড ভাঙছে রেমিট্যান্স: আগস্টে কি নতুন মাইলফলক?
- গাজায় মানবিক সংকট: ত্রাণ বিতরণে বাধা, দুর্ভিক্ষে বাড়ছে মৃতের সংখ্যা
- এনবিআরের নতুন নির্দেশনা, আয়কর অডিটে ঝুঁকিভিত্তিক স্বয়ংক্রিয় বাছাই
- ফেসবুকে বিনা খরচে রিচ বাড়াবেন যেভাবে: জেনে নিন ৫ সহজ কৌশল
- আবারও দুই প্রতিবন্ধীকে বাংলাদেশে ঠেলে পাঠাল বিএসএফ
- সিলেটে মাটিচাপা দেওয়া ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার
- জুলাই সনদের খসড়ায় ‘অসামঞ্জস্য’ আছে: সালাহউদ্দিন আহমদ
- জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম
- জাবি ছাত্রদলে তুমুল উত্তেজনা: কেন্দ্রীয় নেতাদের সামনেই দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
- ১৪.৫ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে আর্টসেলেকে ১২ ঘণ্টার আলটিমেটাম সাবেক সমন্বয়কের
- ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে মারধরের শিকার রিকশাচালক জামিনে মুক্ত
- সরকারের অবস্থান স্পষ্ট, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: রিজওয়ানা হাসান
- ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন: বাজারের সামগ্রিক বিশ্লেষণ
- ১৭ আগস্ট ডিএসইর দরপতনের শীর্ষ দশ শেয়ার
- ১৭ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- এক পোস্টে শেষ সব সম্ভাবনা? সাকিবের জন্য বন্ধ হলো জাতীয় দলের দরজা
- মেহেন্দিগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট
- বিদেশে সব কূটনৈতিক মিশন থেকে সরানো হচ্ছে রাষ্ট্রপতির ছবি
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
- সরকারি সিকিউরিটিজে লেনদেন স্থগিতের ঘোষণা
- তারেক রহমানের ৩১ দফা তুলে ধরার আহ্বান এস এ জিন্নাহ কবিরের
- শেখ হাসিনার ফ্যাসিবাদের শিকার হয়েছেন হিন্দু সম্প্রদায়ও: এ্যানি চৌধুরী
- উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সর্বশেষ খবর
- সপ্তাহ শুরুতেই ডিএসইতে উত্থান, সূচক ও লেনদেনে চাঙ্গাভাব
- ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে হাসনাত আবদুল্লাহর সতর্ক বার্তা
- এক্সিম ফার্স্ট ফান্ডের সর্বশেষ NAV বিশ্লেষণ
- “বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যায় না”- ডা. এ জেড এম জাহিদ হোসেন
- "বিএনপি ভোটাধিকার রক্ষায় আপসহীন"
- অন্যরা দিয়েছে, বাফুফে এখনো ঘুমিয়ে
- গাইবান্ধায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার গলাকাটা মরদেহ উদ্ধার
- আল্লাহ আমাকে পাকিস্তানের অভিভাবক বানিয়েছেন,প্রেসিডেন্ট হওয়ার আকাঙ্ক্ষা নেই: মুনির
- সঙ্গীতশিল্পী থেকে অভিনেত্রী, নতুন রূপে পারশা মাহজাবীন পূর্ণী
- পাকিস্তানের হারের হতাশা কাটিয়ে: নেপালকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
- জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামব: আখতার হোসেন
- সরকারকে লন্ডনে ‘বিক্রি করে’ দেওয়া হয়েছে:হাসনাত আব্দুল্লাহ
- আলাস্কার আকাশে রহস্য: দুই নেতার সামনে কেন আচমকা মার্কিন বোমারু বিমান?
- "Black Skin, White Masks": উপনিবেশবাদ, বর্ণবাদ ও মানসিক মুক্তির গভীর পাঠ
- শেখ মুজিব: দেবতা, ভিলেন নাকি রাজনৈতিক ট্রাজেডির নায়ক?
- ১৪ আগস্ট ব্লক মার্কেটে বড় চুক্তি
- ৮১ বছরে বেগম খালেদা জিয়া: গণতন্ত্রের আপোষহীন কণ্ঠস্বর ও রাজনৈতিক উত্তরাধিকার
- ১২০ বার পেছালো সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার শুনানি
- দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ গড়ল মুক্তির আগে রেকর্ড
- পলাতক হারুন, বিপ্লবসহ ৪০ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
- ঘণ্টায় প্রায় ১০০ উল্কা পড়ার মহাজাগতিক দৃশ্য বাংলাদেশ থেকে দেখার সুযোগ
- চূড়ান্ত বিপ্লবের পথে: চিন্তার পুনর্গঠন ও আত্মার জাগরণ
- অবাধ লুটপাটে পাথরশূন্য হয়ে যাচ্ছে সিলেটের সাদাপাথর
- অনলাইনে কলেজে আবেদন: জানুন কলেজ চয়েজ পরিবর্তনের ধাপ
- ১৪ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- ১৪ আগস্ট সেরা দশ লেনদেনকারী শেয়ার
- সম্মতি ছাড়া ৫ মিনিট ধরে চুমু, শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েন রেখা
- ১৪ আগস্ট ডিএসইর দরপতনের শীর্ষ দশ শেয়ার